×
ভাইরাল ভিডিও

তৃষ্ণার্ত গোখরো সাপকে নিজের হাতে জল খাইয়ে মানবিকতার নজির গড়লো সাহসী যুবক, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন ধরনের ভিডিও আমাদের নজরকাড়ে। সাধারণ মানুষ বাদেও বিভিন্ন প্রজাতির প্রাণীদের দেখা মিলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রাগ, দুঃখ, আনন্দ, এমন কি মানবিকতার পরিচয় পাওয়া যায় এই জাতীয় ভিডিও থেকে। সম্প্রতি এরকমই এক মন ভালো করা ভিডিওর সাক্ষী রইল সাইবারবাসীরা। তবে ভিডিওটি দেখে শিহরণ জাগবে না, তা বলাও ভুল!

Advertisements

সাপ জাতীয় সরিসৃপ প্রাণীদের থেকে সাধারণ মানুষ দূরত্ব বজায় রেখে চলে। তবে এদের ভিডিও হামেশাই নজরকাড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি এরকমই এক ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে নেটদুনিয়া থেকে। যেখানে দেখা গেছে, একটি বিষাক্ত সাপকে জল খাইয়ে দিচ্ছে এক ব্যক্তি। তাকে দেখে ভয় পাওয়ার তো দূর, বরং সাপটির নিরাপদের স্থান হয়ে দাঁড়িয়েছিল ওই ব্যক্তিটি। দেখা গেছে, একেবারে ছোট্ট শিশুর মতন বোতল থেকে জলপান করতে সাপটি।

তবে জানা গেছে, ওই ব্যক্তি একজন দক্ষ সাপ উদ্ধারকারী কর্মী। সাপ নিয়ে নানান কাজ করেন তিনি। তার নাম ‘সমীরণ বারিক’। ইউটিউবে তার নিজের চ্যানেল রয়েছে, সেখানে নানান প্রজাতির সাপেদের ভিডিও তিনি তুলে ধরেন। এই ভিডিওটিও সেরকম ভাবেই তিনি তুলে ধরেছেন নিজের ইউটিউব চ্যানেলে।

সাপটির ব্যাপারে নানান তথ্যও তিনি জানিয়েছেন ভিডিওর মাধ্যমে। তিনি বলেছেন, এটি গোখরা সাপের একটি প্রজাতি যার বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’ (Naja naja)। এই সাপটির ফণার পিছনে পুরোনো দিনের ডাঁটি ছাড়া চশমার চশমার মত দাগ রয়েছে, যা দেখে সহজেই সনাক্ত করা যাবে একে। অনেকে আবার এই প্রজাতির সাপকে স্পেকটাকল্ড বলে ডাকে। গ্রামবাংলায় বিভিন্ন চাষের জমিতে এই জাতীয় সাপের আধিক্য দেখা যায়।

Advertisements