বিষাক্ত সাপকে নিজের হাতে স্নান করাচ্ছেন এক সাহসী ব্যক্তি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল (viral) হওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। সাপৃদের নানান কর্মকাণ্ড দেখা যায় নেটদুনিয়ার পাতায়, যেগুলি থেকে সাধারণ মানুষ চমকিত হবার পাশাপাশি বেশ সাহসও সঞ্চার করে ফেলে। এই জাতীয় ভিডিওগুলি নানান সময়ে শিক্ষামূলক ভিডিওতে রূপান্তরিত হয়ে যায়
তবে অনেক সময় সাহসী ব্যক্তিদের সাপ নিয়ে নানান ক্রিয়াকলা, বেশি শিহরিত করে তোলে নেটবাসীদের। অনেক সময় দেখা যায় বিষাক্ত সাপকেই কেউ কেউ পোষ্য বানিয়ে ফেলেছে! সম্প্রতি এমনই এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে নেটদুনিয়ার পাতায়, যেখানে একটি বিষাক্ত সাপকে স্নান করাতে ব্যস্ত রয়েছে এক সাহসী যুবক এবং সাপটিও সেই ঠান্ডা ঠান্ডা জলে নিজের স্নানটিকে বেশ উপভোগ করছে।
“ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা দরকার” এমনটি ছিল ওই ভিডিওর ক্যাপশন। ইনস্টাগ্রামে ‘sakhtlogg’ নামের এঅ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। এমন একটি ভিডিও দেখে চমকিত হবার পাশাপাশি ওই ব্যক্তির সাহসের প্রশংসা করেছে সকলে। তবে ব্যক্তির মুখেই স্পষ্ট ছিল ভয়হীনতার ছাপ এবং সাপটিও প্রথমে কিছু ক্ষতি করেনি ব্যক্তিকে।
View this post on Instagram
পরে অবশ্য সাপটিকে দেখা যায়, পাশে থাকা একটি মগে কামোড় বসাতে। ভিডিওটি মধ্যেই ৪৩ হাজার সংখ্যা ছাড়িয়েছে এবং ১৭০০ জন ভিডিওটি পছন্দ করেছে।