Wednesday, December 1, 2021

৬২ বছর বয়সে অসাধারন নাচ করে নেট দুনিয়ায় ভাইরাল এই বৃদ্ধা মহিলা

সুইজারল্যান্ডের বাসিন্দা ৬২ বয়সী এক বৃদ্ধা পাঞ্জাবি গানে অসাধারন নাচ দেখিয়ে নেটদুনিয়ার প্রশংসা কুড়িয়েছেন। অবাক হলেন তো, ৬২ বয়সী বৃদ্ধা আবার নাচ! এটা অবাক হওয়ার বিষয় হলেও সত্য। মুহূর্তের মধ্যে এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সুজারল্যান্ডের এই বৃদ্ধা একজন ক্লাসিকাল ডান্সার। তিনি পাঞ্জাবী গানে ভাংড়া নাচ পরিবেশন করেছে। এই নাচের ভিডিও সোশ্যাল ভাইরাল হওয়ায় গানটির গায়কের চোখেও পড়েছে এই নাচ। নাচ পরিবেশনের সময় তিনি যথেষ্ট উৎসায়ি ছিলেন তা ভিডিও দেখে বোঝা যায়।

এই ৬২বয়সী বৃদ্ধার নাম রবি বালা শর্মা। এই বয়সেও নাচ প্ররিবেশনের জন্য নেটিজেনরা তার যথেষ্ট প্রশংসা করেছে। এই বয়সে নাচ পরিবেশন এই ঘটনা সত্যিই প্ৰশংসনীয়।

 

View this post on Instagram

 

A post shared by DILJIT DOSANJH (@diljitdosanjh)

⚡ Trending News

আরও পড়ুন