×
ভাইরাল ভিডিও

viral bird: ময়না পাখি নকল করছে ১৭ রকমের শব্দ! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়াতে প্রায়শই পশুপাখির নানান কর্মকাণ্ড উঠে আসে। কথা বলা পাখির নানান ভিডিও বেশ ভাইরাল (viral) হয় নেটদুনিয়ার পাতা থেকে। টিয়া ময়না, তোতা, বুলবুলি এরকম অনেক পাখিকেই পোষ্য হিসাবে রাখা হয়। তাদেরকে যেকোনো কথা শেখালে, খুব সহজেই তারা শিখে ফেলতে পারে। বাড়ির কোনো প্রিয় সদস্যকে ডাকা হোক বা সকালবেলা গুড মর্নিং বলা হোক; সবকিছুতেই কথা বলা পাখির জুড়ি মেলা ভার। অনেক সময় এদের কথা বলার দক্ষতা , তাক লাগিয়ে দেয় সকলকে।

Advertisements


বিভিন্ন পাখির মধ্যে ময়না যে কোন আওয়াজ নকল করতে পারে, খুব ভালো ভাবে। বিভিন্ন ধরনের ডাক ডেকে, খুব সহজেই মানুষকে চমক লাগিয়ে দিতে পারে ময়না পাখি। এরা সাধারণত কালো রঙের হয়, তাই অন্ধকারে লুকিয়ে পড়লে চট করে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ময়না পাখির ডাকই একমাত্র উপায়, যা শুনে চট করে সেই পাখিকে খুঁজে পাওয়া যায়। সেই কারণেই ‘পোস্টমর্টেম’ কে বাংলাতে ‘ময়না তদন্ত’ বলা হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক ভাইরাল (viral) হওয়া ভিডিওতে, এরকমই এক ময়না পাখিকে বিভিন্ন শব্দ নকল করতে দেখা গেলো।

ভাইরাল হওয়া ওই ময়না পাখিটি প্রায় ১৭ রকমের শব্দ নকল করতে পারে, মানুষের মতন অবিকল কথাও বলতে পারে! এই ধরনের পাখিগুলিকে আসলে হরবোলা বলা হয়, যারা অতি সহজেই মানুষের গলার স্বরকে নকল করতে পারে। তবে এই ময়না পাখিটির বিশেষত্ব হলো; এই পাখিটি মানুষ ছাড়াও বিড়াল, কোকিল, রাজহাঁস বহুজনের গলার স্বরে নকল করতে পারে। এমনকি তিন-চার রকমের মোবাইলের রিংটোন পর্যন্ত অবলীলায় বলে দিতে পারে। পাখিটিকে দেখেই বোঝা গেছে, সেটি আসলে একটি পাহাড়ি ময়না। ভিডিওতে এইসবের পাশাপাশি ওই পাখিটিকে ‘মিঠুন’, ‘আবির’, ‘গুড মর্নিং’ এই সমস্ত কথা বলতেও শোনা গেছে। ভিডিওতে পাখিটির কীর্তিকলাপ দেখে, রীতিমতো অবাক হয়ে গেছে নেট পাড়ার বাসিন্দারা! প্রায় প্রত্যেকেই পাখিটির প্রশংসায় পঞ্চমুখ।

Advertisements