ফোঁটা ফোঁটা বৃষ্টি শেষে, খোলা পরিবেশে জনপ্রিয় বাংলা গানে দুর্দান্ত নাচ সুন্দরী বৌদির, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়
অনেকেই ইউটিউবের মাধ্যমে নাচ দেখান। বহু শিল্পীর এখন এটাই ফুল টাইম জব হয়ে গেছে । বিশেষ করে বাংলা গানে ‘ডান্স কভার’ দেখতেই অভ্যস্ত বর্তমান সময়ের মানুষেরা। আর এই নাচের মধ্যে দিয়েই কলাকুশলীরা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। তেমনই নিজের নাচের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মিষ্টি মেয়ে বিশাখা। ‘বিশাখা অফিসিয়াল (Bishakha Official) নামের তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেখান থেকেই সে তার প্রতিভা মাখা নাচের ভিডিও গুলি আপলোড করে থাকে। মাত্র ২০ ঘন্টা আগেই বিশাখা আবারও একটি দুর্দান্ত নাচের ভিডিও আপলোড করেছে। আর সেই ভিডিওই হয়ে উঠেছে সুপারহিট। বাংলা ‘ওয়ান্টেড’ সিনেমার ‘আহাঃ দারুন লাগে’ গানে নাচ করেছে সে। এই গানেই সিনেমায় নাচ করেছিলেন মিষ্টি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) ও নায়ক জিৎ (Jeet)। যুবতীর পরনে লেহেঙ্গা ও চোলি। সাথেই খোলা চুল, কানে ঝুমকো কানের দুল ও হালকা মেকআপ করেছে বিশাখা। তার সাথেই দুর্দান্ত নাচের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে সে।