×
Tech news

এক চার্জেই ছুটবে কলকাতা টু শিলিগুড়ি! টাটাকে টক্কর দিতে হাজির Maruti এর ইলেকট্রিক গাড়ি

Advertisements
Advertisements

ভারতীয় গাড়ির বাজারে এক বিশ্বাসযোগ্য নাম ‘টাটা’ (Tata Motors)। শুধু বিশ্বাস নয় সাথে রয়েছে ভরসা। আর এই বিশ্বাস ভরসা মিলে ‘টাটা’ (Tata Motors) পৌঁছে গিয়েছে প্রতিটি মানুষের মনের অন্দর মহলে। ঘরের নিত্য প্রয়োজনীয় লবণ থেকে শুরু করে রেলের ইঞ্জিন সমস্ত কিছুই তৈরি করে এই বহুজাতিক সংস্থা। তার সাথে তো দীর্ঘদিন ধরে গাড়ি নির্মাণ আছেই।

Advertisements

তাই এখনও সরকারি আমলাদের কাছে প্রথম পছন্দ ‘টাটা’ (Tata Motors)। অ্যাম্বাসেডরের পরে এই সংস্থায় হলো ভারতীয় সড়কের অঘোষিত রাজা। ‘টাটা’কে (Tata Motors) হারতে মরিয়া হয়েই থাকে সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা। ঠিক তেমনই টাটাকে সম্প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো ‘মারুতি সুজুকি’ (Maruti Suzuki)।

‘ইএক্সভি ইলেকট্রিক এসইউভি’ (Exv Electric Suv)নামে এক ইলেকট্রিক গাড়ি তাঁরা সম্প্রতি সামনে এনেছে। তবে এখনও তা বাণিজ্যিক ভাবে ভারতে বিক্রি শুরু হয়নি, আশা করা যাচ্ছে আগামী কিছু বছরের মধ্যেই ভারতের রাস্তায় দেখা যাবে এই গাড়ির। বর্তমানে পরিবেশ দূষণকে মাথায় রেখে সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা জোর দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ওপর।

সেই দিকে পিছিয়ে নেই ভারতীয় গাড়ি নির্মাণকারী সংস্থাগুলিও। তাঁদের মধ্যেও শুরু হয়েছে প্রতিযোগিতা। আর ইতিমধ্যেই ভারতের বাজারে বেশ কিছু ব্যাটারি চালিত গাড়ি চলেও এসেছে। মারুতি তাঁদের এই নতুন গাড়ির মধ্যে দিয়েছে সমস্ত অত্যাধুনিক সুবিধা। যেমন একবার চার্জ দিলেই এই গাড়ি যাবে ৫৫০ কিলোমিটার। সেই সাথে রয়েছে ফাস্ট চর্জিংয়ের মতো সুবিধা। সাথে থাকছে ডিজিটাল ডিসপ্লে কনসোল, ক্লাইমেট কন্ট্রোল। তবে এখনও এই গাড়ির দাম সম্পর্কে সংস্থা কিছু জানায়নি।

Advertisements