আবারো নতুন রূপে ফিরে আসতে চলেছে মধ্যবিত্তের সেরা পছন্দ Honda CD 100, পেয়ে যাবেন অতি সস্তায়

ভারতীয় বাজারে একসময় হোন্ডার যেকোনো বাইক সকলের নজর কেড়ে নিত। এই কোম্পানির বাইকের মধ্যে অন্যতম হলো Hero Honda 100 cc। অত্যন্ত কম দামে মধ্যবিত্তদের নজরকাড়তো এই বাইক। জানা গেছে আবারও ভারতীয় বাজারে ফিরতে চলেছে এই CD 100 লঞ্চ করতে চলেছে। যেহেতু হিরো এবং হোন্ডা দুটি আলাদা কোম্পানি হয়ে গিয়েছে, সে ক্ষেত্রে এই বাইকটি লঞ্চ করবে CD 100 হোন্ডার পক্ষ থেকে। হিরো, বাজাজ, টিভিএস যেকোনো বাইককে রীতিমতো টক্কর দেবে এই গাড়ি।
Wuyang Honda নামের জাপানের একটি কোম্পানি চীনের বাজারে হোন্ডা সিডি 125 লঞ্চ করেছে, যা Hero Honda CD 100-এর একেবারে রেপ্লিকা মডেল। আগের মডেলের সাথে অনেকাংশে মিল খুঁজে পাওয়া গেছে। চীনের বাজারে এই গাড়িটি ৭৪৮০ yuan-এ লঞ্চ করেছে অর্থাৎ ভারতীয় মুদ্রায় এর দাম ৮৯,৮০০ টাকা।
চিনা বাজারে লঞ্চ হওয়া এই গাড়িটি ৫৫.৫ kmpl ফুয়েল ইকোনমি দিতে পারবে। এছাড়া এতে ১২৫ সিসি এয়ার কুলড ইঞ্জিন আছে, যা ৯.৯ bhp পাওয়ার ও 9.5 nm পিক টর্ক দিতে পারে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় বাজারে তারা খুব শীঘ্রই দুর্দান্ত স্পেসিফিকেশন এবং মাইলেজের বাইক লঞ্চ করবে। সেই তালিকায় হোন্ডার এই নতুন বাইক রয়েছে। এখনো পর্যন্ত এই বাইকটি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে প্রতিযোগিতার বাজারে এটির মাইলেজ দুর্দান্ত থাকবে। এর পাশাপাশি মধ্যবিত্তের কথা মাথায় রেখে এর দামও খুব কম রাখা হবে।