আকর্ষণীয় দামে Royal Enfield বাজারে আনল শক্তিশালী ক্রুজার বাইক, জানুন ইঞ্জিন-ফিচারের সম্পর্কে

বাইক প্রেমীদের কাছে রয়েল এনফিল্ড (Royal Enfield) মানে এক আলাদাই আবেগ। এবার সেই বাইক প্রেমিকদের জন্য নিয়ে আসা হল ক্রুজার বাইক, Super meteror 650। যাদের রয়েল এনফিল্ড নিয়ে অধিক উত্তেজনা রয়েছে, তারা এই জাতীয় গাড়ি বিশেষ পছন্দ করবে। গত বছরের নভেম্বরে ‘মিলান মোটরসাইকেল শো’ তে এই Super meteror 650- এর প্রথম একটি ঝলক দেখানো হয়েছিল।
ইতিমধ্যে নতুন বছরের শুরুতে এটি লঞ্চ হতে চলেছে তাহলে দেখে নেওয়া যাক এই গাড়ির ফিচার ও দাম।
এই বাইকটিতে showa থেকে নেওয়া ইউএসডি ফর্ক এবং ডুয়েল শক অ্যাবজর্ভার। এছাড়াও অতিরিক্ত সিলিন্ডার হেলমেট ব্যবহার করা হয়েছে।
এছাড়া রয়েছে ৬৪৮ সিসির প্যারালাল ইঞ্জিন, যেটি ৪৬.৭ বিএইচপি শক্তি এবং ৫২.৩ nm টর্ক উৎপাদন করতে পারে।
এছাড়া এতে ইন্টারসেপ্টর ৬৫০-এর তুলনায় আরো ১০০ কিমি বাড়ানো হয়েছে। বাইকটিতে সিটের উচ্চতা থাকবে ৭৪০ মিমি, এটি বাইকারাইডারদের জন্য বিশেষ সুবিধাজনক।
এছাড়া এই গাড়িতে থাকবে ব্রেক লিভার, ডিজিটাল ডিসপ্লে, অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল, ট্রিপার নেভিগেশন সিস্টেম, ইউএসবি চার্জিং প্রভৃতি।
এছাড়া এই গাড়ির যে বেস্ট Astral, তার শোরুমে তার দাম রাখা হয়েছে ৩.৪৯ লক্ষ টাকা। Interstellar -এর দাম ৩.৬৪ লাখ টাকা।