×
Tech news

QJ motors বাজারে আনলো চোখধাঁধানো স্পোর্টস বাইক, দুর্দান্ত লুকের সাথে পেয়ে যান আধুনিক ফিচারস

Advertisements
Advertisements

জীবনে যত আধুনিকতার ছোঁয়া লাগছে ততই মানুষের স্বাদ বদলাচ্ছে। ট্রাডিশনাল যুগ পেরিয়ে এখন শুধুই স্টাইল স্টেটমেন্টে মেতে উঠেছে সাধারণ মানুষ। সবকিছুর পাশাপাশি এই তালিকা থেকে বাদ যাচ্ছে না বাইকের মতন প্রোডাক্ট। আগে মানুষ বাইক কেনার আগেই নিজের পকেটের কথা ভাবতো কিন্তু এবার এখন তারা ভাবে বাইকের লুকের ব্যাপারে। কেউ পছন্দ করে স্পোর্টস বাইক কেউ বা ক্রুজ বাইক।

Advertisements

তবে বর্তমান বাজারের স্পোর্টস বাইকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সেই কথা মাথায় রেখে QJ motors নিয়ে এল এক নতুন স্পোর্টস বাইক, যার নাম SRK 400 RR। যদিও এখনো পর্যন্ত বাইকটি কবে লঞ্চ হবে সেটি ঘোষণা করা হয়নি, তবুও বাইকটির মডেল ইতিমধ্যেই সকলের সামনে চলে এসেছে।

এই বাইকে রয়েছে এয়ার ভেন্ট যুক্ত ফেয়ারিং, স্প্লিট সিট সেটাপ, আন্ডার বেলি এগজাস্ট পাইপ, উঁচু করা উইন্ডশিল্ড প্রভৃতি। এছাড়া এতে দেওয়া হবে ইন্সট্রুমেন্ট কনসাল্ট থেকে টিএফটি ডিসপ্লে। এই বাইকটি প্রায় 14 লিটার পর্যন্ত তেল ধারণ করতে পারবে। এছাড়া টুইন ইঞ্জিন দ্বারা ৪০০ সিসির এই বাইকে যুক্ত করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম।

গাড়িটিতে ব্যবহার করা হয়েছে প্রায় ছয়টি গিয়ার বক্স। এছাড়া এর ইঞ্জিন থেকে ৩৭ এনএম টর্ক, ৪০.৯ এইচ পি শক্তি উৎপন্ন করা যাবে। এই গাড়িতে বাড়তি সুরক্ষার জন্য দুটি চাকাতে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক সাথে এবিএস প্রযুক্তি। এই গাড়ির দাম রাখা যেতে পারে৩.৫ লক্ষ টাকা।

Advertisements