×
Tech news

বাজারে এলো লাইসেন্স ফ্রি ই-স্কুটার, এক চার্জেই ছুটবে ৯০ কিলোমিটার

Advertisements
Advertisements

বর্তমানে দুর্মূল্যের বাজারে ই-স্কুটারের বাড়বাড়ন্ত। পেট্রোলের দাম বাড়ার ফলে, সকলেই ই-স্কুটারের দিকে ঝুঁকছে। এবার বাজারে চলে এসেছে একেবারে নয়া ই-স্কুটার, যেটি চালানোর জন্য কোনরকম রেজিস্ট্রেশন বা লাইসেন্স কিছুই লাগবে না। মধ্যবিত্তদের মুখে কম টাকায় হাসি ফোটানোর জন্য এই স্কুটার একবারে অনন্য।

Advertisements

Gemopai Astrid Lite এই নতুন মডেলের ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে 92 হাজার ৩২২ টাকা থেকে। বিভিন্ন আকারের ব্যাটারির উপর ভিত্তি করে এই স্কুটার তৈরি করা হয়েছে। প্রায় তিন ধরনের সংস্করণ রয়েছে। সব থেকে টপ ব্যাটারির দাম রাখা হয়েছে ১,১১,১৯৫ টাকা। এই স্কুটিতে একবার চার্জ দিলে প্রায় ৯০ কিলোমিটার পথ অতি সহজেই অতিক্রম করতে পারবে।

এই গাড়িটিতে রয়েছে তিন রকমের ড্রাইভ মোড; স্পোর্টস, ইকোনমি এবং শহর। স্পোর্টস মোডে প্রায় ঘন্টায় ৭৫ জিবি চালানো যাবে এই গাড়ি। তবে এই স্কুটারের সব থেকে অত্যাধুনিক ফিচার হলো, এটি বাজারের প্রথম ই-স্কুটার যা কোনরকম রেজিস্ট্রেশন ছাড়াই চালানো যাবে। এছাড়া যে কোন অনলাইন ডিলারের কাছ থেকে এই গাড়ি কেনা যাবে অতি সহজেই।

এই গাড়িটিতে থাকবে মোট পাঁচটি কালার অপশন। এর সাথে আনুষঙ্গিক ফিচার হিসেবে রয়েছে ব্লুটুথ ,মোবাইল চার্জিং পয়েন্ট, ইউএসবি, উইথ আউট কি এন্ট্রি সেন্টার লক আরো অন্যান্য স্মার্ট ফিচার।

Advertisements