×
Tech news

ভারতের বাজারে Keyway লঞ্চ করল নতুন 125cc ক্রুজার বাইক, জেনে নিন দাম এবং ফিচারস সম্পর্কে বিস্তারিত

Advertisements
Advertisements

দেশের বাইক প্রেমীদের জন্য সুখবর, ভারতে চলে এলো বিদেশি এক সংস্থার বাইক। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইক চালাতে খুবই ভালোবাসেন। বিশেষ করে যুব সমাজে বাইকের আলাদা মর্যাদা রয়েছে। তবে শুধু যুব সমাজ নয়, অনেকে আবার আবার পুরনো দিনের বাইক সংরক্ষণ করতে কিংবা চালাতে ভালোবাসেন। তারা বাইককে নিজেদের সন্তানের মতো ভালোবাসেন, যত্ন করেন।

Advertisements

আবার এমন অনেকে আছেন যারা বিদেশি গাড়ির বা বাইকের প্রতি বিশেষ ভাবে দুর্বল। তাই এই নতুন বাইক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলাই যায়। যা রয়েল এনফিল্ড এবং হার্লে ডেভিডসনের মত বাইককে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

হাঙ্গেরির keyway সংস্থা ইতিমধ্যেই ভারতে তাদের ১৫০ সিসির মটর সাইকেল লঞ্চ করেছে, যার নাম দেওয়া হয়েছে keyway V Cruise 125। ভারতীয় বাজারে এই গাড়ির দাম রাখা হয়েছে তিন লক্ষ টাকার কিছু বেশি।

১৫০ সিসির এই বাইকে থাকছে ১৫ লিটারের ট্যাঙ্কি। সামনে ৩০০ এমএম ডিস ব্রেক, পেছনে ২৪০ এমএম ডিস ব্রেক। সেই সাথে থাকছে এবিএস সেন্সর, যা গাড়ির ব্রেকিংকে করে তুলবে অত্যাধুনিক। ওজনের দিক দিয়েও খুব একটা ভারী নয় এই বাইক। মাত্র ১৪০ কেজি ওজনের এই বাইকে থাকছে রাউন্ড টেল ল্যাম্প, সামনে প্রজেক্টর হেড ল্যাম্প।

Advertisements