×
Tech news

জিও নিয়ে এলো অবিশ্বাস্য অফার, মাত্র ৫ টাকায় ডেটা-কলিং সহ একাধিক অফুরন্ত পরিষেবা! জানুন বিস্তারিত

Advertisements
Advertisements

ভারতের টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম ‘মুকেশ আম্বানি’র (Mukesh Ambani) সংস্থা ‘জিও’ (Jio)। যা ২০১৬ সালের শুরু থেকেই ‘এয়ারটেল’(Airtel) ‘ভোডাফোন’র (VI) মতো টেলিকম সংস্থাগুলিকে পেছনে ফেলে দিয়েছে।

Advertisements

তবে প্রাথমিকভাবে বিনামূল্যে পরিষেবা দিলেও এখন আর বিনামূল্যে পরিষেবা দেয় না এই সংস্থা। কিন্তু তাতেও অন্যান্য সংস্থার থেকে অনেকটাই কম এক সংস্থার খরচ। ঠিক তেমনই নিজের গ্রাহকদের কথা মাথায় রেখে আরও এক দুর্দান্ত অফার নিয়ে এসেছে এই সংস্থা। মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনিও পেতে পারেন এই দুর্দান্ত অফার।

সংস্থা সূত্রে খবর, ৩৯৫ টাকার বিনিময়ে ৮৪ দিন অর্থাৎ ৫ টাকা প্রতিদিনের হিসাবে আপনি পাবেন এই অফার। যার মধ্যে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড কলিং এবং হাজারের মতো ফ্রি এসএমএস করার সুবিধা। তাই আর দেরি না করে আজই রিচার্জ করুন এই নতুন অফারের সাথে। যা আপনাকে ৮৪ দিনের জন্য নিশ্চিন্ত করবে। তবে শুধু ফ্রি কলিং কিংবা ইন্টারনেট পরিষেবা নয়, পাশাপাশি আপনি পাবেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন।

কিন্তু এই অফার শুধু মাত্র অনলাইন নির্ভর। অর্থাৎ দোকানে গিয়ে কোনো ভাবেই এই প্ল্যানের ফিচার আপনি উপভোগ করতে পারবেন না। কেবল মাই জিও অ্যাপের মাধ্যমেই করা যাবে এই রিচার্জ। তবে দৈনিক ২ জিবি ডাটা শেষ হয়ে গেলেও আপনি পাবেন ডেটা, কিন্তু সেক্ষেত্রে ইন্টারনেটের স্পিড কমে হয়ে যাবে মাত্র ৬৮ কেবিপিএস।

Advertisements