×
Tech news

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে হোন্ডা সিবি ৩৫০ ক্যাফে রেসার, দাম মধ্যবিত্তর সাধ্যের মধ্যে, জানুন বিস্তারিত

Advertisements
Advertisements

ভারতীয় মোটর সাইকেলের বাজারে একটা সময় ছিল যখন দাপিয়ে বেড়াতো ‘ইংল্যান্ডে’ (England) তৈরি বুলেট কিংবা ভারতে তৈরি রাজদূত। বর্তমানে রয়্যাল এনফিল্ডের হাত ধরে টিকে রয়েছে বুলেট। তবে এস্কর্স গ্রুপের রাজদূত ভারতের মাটি থেকে চিরতরে বিদায় নিয়েছে বহুদিন আগেই। তারপরে দেশের মধ্যে দিয়ে অনেক পরিবর্তন এসেছে।

Advertisements

এসেছে নানান উন্নত প্রযুক্তির মোটর সাইকেল নির্মাণকারী সংস্থা আর তার মধ্যেই অন্যতম হলো হোন্ডা। প্রাথমিকভাবে ‘হিরো’ (Hero) এবং ‘হোন্ডা’র (Honda) যুগলবন্দী ছিল চোখে পড়ার মতো। ৯০এর দশকের যুবকদের মধ্যে হিরোহোন্ডার ছিল আলাদা উত্তেজনা।

তবে বেশ কিছু বছর আগেই তাদের চুক্তি শেষ হয়েছে। এই দুই সংস্থা এখন ভারতে নিজেদের নাম নিয়েই ব্যবসা শুরু করেছে। শুধু তাই নয়, ভারতের বাজারে লঞ্চ করেছে একের পর এক নজিরবিহীন মোটর সাইকেল। যার মধ্যে অন্যতম হলো হোন্ডা হাইনেস।

তাছাড়াও রয়েছে ‘সিবি ৩৫০ আরএস’ (CB 350 RS) এর মতো বাইক। যা অন্যান্য বাইক প্রস্তুতকারী সংস্থাকে রীতিমতো কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তবে সংস্থার পক্ষ থেকে শোনা যাচ্ছে, এবার বাজারে আসতে চলেছে হোন্ডা ‘সিবি ৩৫০ ক্যাফে রেসার’ (Honda CB 350 Cafe Racer)। সংস্থার দাবি যা বুলেটকে কড়া টক্কর দেবে। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, এই মোটর সাইকেলের দাম রাখা হয়েছে ২ লক্ষ টাকার ওপরেই। শুধু তাই নয়, থাকছে জাপানি প্রযুক্তির সংমিশ্রণ। থাকছে ডিজিটাল ডিসপ্লে ডুয়েল চ্যানেল এবিএস আরও অনেককিছু।

Advertisements