×
Tech news

Honda কম দামে নিয়ে এলো প্যাডেলের সুবিধা সহ দুর্দান্ত ই-স্কুটার, লাগবে না কোনো লাইসেন্স

Advertisements
Advertisements

ভারতীয় বাজারে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে হোন্ডা হলো অন্যতম। জ্বালানির দাম উত্তরোত্তর বেড়ে যাওয়ার জন্য প্রত্যেকে ই- স্কুটারের দিকে ঝূঁকছে। সেই দিকে নজর রেখে হোন্ডা এনেছে একাধিক ইলেকট্রিক বাইক ও স্কুটার। ২০২৫ সালের মধ্যে নতুন দশটি ইলেকট্রিক গাড়ি তারা লঞ্চ করবে বলেও চিন্তা ভাবনাও করেছে।

Advertisements

সম্প্রতি লাঞ্চ করেছে হোন্ডার পক্ষ থেকে cub e, Dax e, zoomer e । এই জাতীয় ইলেকট্রিক স্কুটারগুলি দুর্দান্তভাবেই ডিজাইন করা হয়েছে ।যেকোনো সরু গলিতেও অতি সহজেই চলাচল করতে পারবে এই জাতীয় স্কুটার। এমনকি এই স্কুটার চালানোর জন্য কোন রকম লাইসেন্সেরও প্রয়োজন হবে না।

অন্যান্য স্কুটারের থেকেই এই স্কুটারগুলিতে রেঞ্জ অনেকটাই কম কিন্তু এতে রয়েছে ফার্স্ট চার্জিং-এর ব্যবস্থা এবং ব্যাটারি সোয়াপিংও করা যাবে। কোন কারণে যদি ব্যাটারিও কাজ না করে, সেক্ষেত্রে প্যাটেল করেও এই গাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সর্বোচ্চ গতি রয়েছে ২৪ কিলোমিটার/ঘন্টা। কিন্তু ভারতীয় বাজারে এটি কবে লঞ্চ হবে, সেই ব্যাপারে কোন তথ্য জানা যায়নি।

যদিও এই সংস্থার এমডি এবং সিইওর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের মধ্যেই হোন্ডা অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন তারা নিয়ে আসবে। এর সর্বোচ্চ গতি থাকবে 50kmph। এমন কি একবার চার্জ দিলে ৮০ থেকে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

Advertisements