×
Tech news

বিনামূল্যেই পাওয়া যাবে ইলেকট্রিক স্কুটার! OLA নিয়ে এলো দুর্দান্ত অফার

Advertisements
Advertisements

বর্তমানে জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে প্রত্যেকেই ইলেকট্রিক গাড়ির উপরে অধিক ঝুঁকছে। বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদার কথা মাথায় রেখে Ola দীর্ঘদিন হলো ইলেকট্রিক স্কুটার বাজার এনেছে। এবার বিশেষ কয়েকটি প্ল্যানের মাধ্যমে দুর্দান্ত ছাড়েরও ব্যবস্থা করল এই ওলা ইলেকট্রিক বাইক।

Advertisements

কীছুদিন আগেই এই কোম্পানি ঘোষণা করেছে, এই বছরের মার্চ মাসেই এক্সপেরিয়েন্স সেন্টারে সংখ্যা বাড়িয়ে ৫০০টি করা হবে। এছাড়া ইলেকট্রিক গাড়ির মধ্যে শুধুমাত্র D2C মডেলটি বিক্রি করার সিদ্ধান্ত তারা নিয়েছে। ২০২২-এ এক্সপেরিয়েন্স সেন্টার খোলা শুরু হয় এবং যার সংখ্যা দাঁড়িয়েছে ২০০ টিরও বেশি।

কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই সেন্টারগুলো মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর ফলে গ্রাহকদের কাছাকাছি পৌঁছানো অনেক সহজ হয়ে গিয়েছে। গ্রাহকরা আরও উন্নত মানের পরিষেবা পাচ্ছে। ওলা ইলেকট্রিক স্কুটারের মধ্যে s1 এবং s1 pro এই দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে।


ওলা s1-এর দাম রয়েছে ৯৯,৯৯৯ টাকা, যা ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার যায় এবং এর রেঞ্জ ১২১ কিলোমিটার। এটির সর্বোচ্চ শক্তি 8.5 কিলোওয়াট এবং ola s1 pro দাম রয়েছে ১.৪০ লক্ষ টাকা। এটি চার্জ হতে সময় নেয় ৬.৫ ঘন্টা। এ ছাড়া প্রতি ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে দৌড়ায়। বিশেষ ফিচারস বলতে নরমাল, স্পোর্টস, হাইপার, ইকো ড্রাইভিং মোড রয়েছে এই গাড়িতে।

Advertisements