মাত্র ৮৫০০ টাকায় কিনে ফেলুন নতুন পালসারের এই দুর্দান্ত বাইকটি! অফার সীমিত

মধ্যবিত্ত থেকে শুরু করেই বড়লোক সকলেরই শখ থাকে নিজের একটি গাড়ির। গাড়ির বাজারে বরাবরই নাম করে আসছে ‘বাজাজ পালসার’ (Bajaj pulsar)। এবার এই bajaj pulsar 125 নিয়ে এলো সুবর্ণ সুযোগ! দুর্দান্ত স্পেসিফিকেশ ও দারুন মাইলেজের বাইকটি পাওয়া যাবে মাত্র ৪৫০০ টাকায়। অত্যাধিক দাম হওয়ার কারণে অনেকেই এই বাইক কিনতে পারে না, তবে এবার নূন্যতম মূল্যে কিভাবে আপনিও পেয়ে যেতে পারেন এই বাইক, দেখে নিন বিস্তারিত।
তরুণদেরকে বরাবরই আকৃষ্ট করে ‘bajaj pulsar 125’। এই গাড়ির মোট ছয়টি ভেরিয়েন্ট আছে এবং আটটি রঙে বিভিন্ন মডেল পাওয়া যায়। টপ মডেলটির দাম রয়েছে ৯২,১৮৩ টাকা। আরও একটি মডেলের এক্স শোরুমের দাম রয়েছে ৮২,৭১২ টাকা।
তবে এবার এই গাড়িটি কেনার জন্য আর এতগুলি টাকা দিতে হবে না, মাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট এবং বাদবাকিটা ইএমআই-এর মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন আজ এই গাড়ি। গাড়িটি কেনার জন্য আপনাকে দিতে হবে মাত্র ৮৫০০ টাকা ডাউন পেমেন্ট। এরপর তিন বছরের জন্য ইএমআই করতে হবে, যাতে প্রতি মাসে ৪০০০ টাকা করে দিতে হবে।
এর দুর্দান্ত কিছু ফিচারস রয়েছে। যেমন সামনে ও পিছনে রয়েছে ড্রাম ও ডিস্ক ব্রেক। ১২৪.৪ সিসি ইঞ্জিন,১০.৮ nm টর্ক ও ১১.৬৪ bhp শক্তি জেনারেট করতে পারবে। দুটো ভেরিয়েন্ট রয়েছে, প্রথমটি সিঙ্গেল সিটের এবং দ্বিতীয়টি স্প্লিট সিটের। ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি আজে ১৫ লিটার।