মাত্র ৮ হাজার টাকায় কিনে ফেলুন Hero Xoom, দেখে নিন সদ্য লঞ্চ হওয়া এই স্কুটারের অত্যাধুনিক ফিচারস

মূল্যবৃদ্ধির জেরে মানুষের দরকারী জিনিসের প্রতিও আগ্রহ কমে যাচ্ছে। অনেকেরই সখ থাকে বাড়িতে একটি গাড়ির কিন্তু মধ্যবিত্তদের পক্ষে এই গাড়ি কেনাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর উপরে আবার রয়েছে জ্বালানির মূল্য বৃদ্ধি! অনেক গাড়ির সংস্থাই এক্ষেত্রে সকলের কথা মাথায় রেখে, ঠিকঠাক মূল্যের অত্যাধুনিক ফিচারের গাড়ি নিয়ে আসছে। সেরকমই গাড়ির বাজারে অন্যতম এক সংস্থা হল হিরো।
কিছুদিন আগেই হিরোর পক্ষ থেকে আনা হয়েছে অত্যাধুনিক ফিচারের Hero xoom 110। মাত্র 8 হাজার টাকা ডাউনপেমেন্টে এবং মাসিক ইএমআই-এর ভিত্তিতে অতি সহজেই যে কেউ কিনে নিতে পারবে এই গাড়ি। তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে এই মডেলটিতে। LX যার মূল্য ৮০,০৯১ টাকা। VX যার মূল্য ৮৩,৬১৫ টাকা এবং ZX যার মূল্য ৮৫,০১৯ টাকা।
এক্ষেত্রে LX এবং VX মডেলের ডাউন পেমেন্ট করতে হবে ৮ হাজার টাকা এবং ZX মডেলের ডাউন পেমেন্ট করতে হবে ৯ হাজার টাকা। LX মডেলের জন্য মাসে ইএমআই লাগবে ২৮২৬ টাকা। VX মডেলের জন্য মাসে ইএমআই লাগবে ২৪৪০ টাকা। LX-এর ২৪৫৩ টাকা।
মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই রাখা হয়েছে এই ইএমআই পন্থা। মোট ৩ বছরের মেয়াদে শোধ করা যাবে ঋণ। এতে সুদের হার
থাকবে ১০ শতাংশ।