×
Tech news

মাত্র ৭৫০০ টাকায় বাড়ি নিয়ে আসুন Honda Activa-র এই স্টাইলিস্ট স্কুটার, সঙ্গে আছে চোখ ধাঁধানো ফিচারস্

Advertisements
Advertisements

গাড়ির সাম্রাজ্যে অন্যতম ব্র্যান্ড হলো জাপানের হোন্ডা। মন মাতানো সব বাইক এবং স্কুটার রয়েছে এই ব্র্যান্ডের তালিকায়। বরাবরই মধ্যবিত্ত থেকে শুরু করে যে কোন শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে, সাধ্যের মধ্যে গাড়ি নিয়ে আসে এই হোন্ডা কোম্পানি। কম দামি হলেও তাদের বাজার চলতি স্কুটার এবং বাইকগুলিতে ফিচারের কিছু কমতি থাকে না। এছাড়া স্পেসিফিকেশনও থাকে দুর্দান্ত। ২৩ শে জানুয়ারি সদ্য লঞ্চ করেছে দুর্দান্ত ফিচার যুক্ত হোন্ডার নতুন বাইক।

Advertisements

এই গাড়ির দাম শুরু হচ্ছে ৭৪,৫৩৬ টাকা থেকে। Honda 6G-STD, DLX, H-tech এই তিনটি ভেরিয়েন্ট রয়েছে; যার মূল্য ৭৪,৫৩৬ টাকা, ৭৭,০৩৬ টাকা, ৮০,৫৩৭ টাকা। তবে অনেকের পক্ষেই এই বিরাট অংকের টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব হয় না, সে ক্ষেত্রে ইএমআই এর ব্যবস্থা রয়েছে।

বছরের চুক্তিভিত্তিক ইএমআই-এর মাধ্যমে এই গাড়ি কিনে নেওয়া যাবে। তার জন্য ১০% হারে সুদ পড়বে। কেউ Activa স্ট্যান্ডার্ড ট্রিম কেনার কথা ভাবে, তাহলে তার মূল্য রয়েছে ৮৬ হাজার ৪৫৫ টাকা। ইএমআইতে কিনতে চাইলে ডাউন পেমেন্ট করতে হবে ৭৫০০ টাকা। মাসে মাসে ৩৬৪৩ টাকা করে কিস্তি দিতে হবে।

কেউ ডিউলেক্স কিনতে তাইলে তার বাজার চলতি দাম দাঁড়াবে ৮৮,০২৭ টাকা। ডাউন পেমেন্ট করতে হবে ৮ হাজার টাকা এবং প্রতিমাসে ইএমআই বাবদ দিতে হবে ৩৬৯৩ টাকা। অ্যাক্টিভা স্মার্ট কিনতে গেলে তার মূল্য রয়েছে ৯৩ হাজার ২৩৮ টাকা। ইএমআই পড়বে প্রতি মাসেই ৩৮৮৭ টাকা এবং ৯ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে।

Advertisements