×
Tech news

মাত্র ৮ হাজার টাকায় বাড়িতে আনুন ৮০ কিমি মাইলেজের নতুন হিরো স্প্লেন্ডর বাইক

Advertisements
Advertisements

ভারতীয় বাজারে অন্যান্য গাড়ি সংস্থাগুলির থেকে হিরো অনেকটাই এগিয়ে। বলা বাহুল্য হিরো হল ভারতের অন্যতম বৃহত্তম গাড়ি সংস্থা। প্রতিবছর এই সংস্থা বিপুল পরিমাণ লাভ দেখে। তাছাড়া মধ্যবিত্তদের কথা মাথায় রেখে অতি অল্প মূল্যে গাড়ি নিয়ে আসে এই সংস্থাই।

Advertisements

এরকম ভাবেই বাজারে বেশ নাম তৈরি করেছে হিরো স্প্লেন্ডার। বহুজন অল্প মূল্যের এই গাড়ি কিনে থাকে এবং বেশ আরামদায়ক বলে অনেকেই এই গাড়ি ব্যবহার করতেও পছন্দ করে। বর্তমানে জানা যাচ্ছে, এই হিরো স্প্লেন্ডার গাড়ি, মাত্র ৮ হাজার টাকায় কেনা যাবে। ভাবছেন অবিশ্বাস্য! কিন্তু এটাই সত্যি।

এই হিরো স্প্লেন্ডার গাড়ির বর্তমান মূল্য রয়েছে ৭২,০৭২ টাকা এবং অন রোড মুল্য রয়েছে ৪৬ হাজার টাকা। তবে এই গাড়ি আপনি কিনতে পারেন মাত্র ৮ হাজার টাকার ডাউন পেমেন্টে। বাকি টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন ব্যাংক ইএমআই-এর মাধ্যমে অতি সহজ পদ্ধতিত। ব্যাংক আপনাকে ৭৬,০৭২ টাকাই লোন দেবে। এরপর সেখান থেকে আপনি ৮ হাজার টাকা ডাউন পেমেন্ট করে, বাদবাকি টাকা প্রতি মাসে ২৫৩১ টাকা ইএমআই এর মাধ্যমে শোধ করে দিতে পারবেন। ৩৬ মাস পর্যন্ত চলবে এই ইএমআই।

হিরো স্প্লেন্ডারের ১০০ সিসির এই বাইকে থাকবে ৯৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন । যা সর্বোচ্চ ৮.০২ পিএস শক্তি ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়াও এতে থাকবে ৪ স্পিড গিয়ারবক্স। এই গাড়ি সাধারণত ৮০ কিলোমিটার মাইলেজ দেয়, যা অন্যান্য কম্পিউটার মোটরসাইকেলের থেকে সবচেয়ে বেশি। এছাড়া অতি সহজেই এই গাড়িটি চালানো যাবে কারণ বাইকটির ওজন অনেক কম, মাত্র ১১২ কেজি। দুই চাকাতেই ড্রাম ব্রেক রয়েছে এই বাইকে।

Advertisements