×
Tech news

Joy Mihos E-Scooter: মাত্র ৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসুন ইলেকট্রিক স্কুটার, ১৫ দিনে বিক্রি হল ১৮,৬০০ পিস

Advertisements
Advertisements

বর্তমানে দুর্মূল্যের বাজারে গাড়ি থেকে শুরু করে জ্বালানি, সবকিছরই আকাশ ছোঁয়া দাম দাঁড়িয়েছে। তবে সাধারণ মানুষের নিত্যদিনই প্রয়োজন একটি গাড়ির। সেই বিষয়ের কথা মাথায় রেখেই সকলের এখন ঝুঁকছে ইলেকট্রিক স্কুটার কিংবা বাইকের দিকে। এই বাজারে জয় ই-বাইকস নিয়ে এলো Mihos ইলেকট্রিক স্কুটার।

Advertisements
ইতিমধ্যেই এই স্কুটিটি গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, অটো এক্সপো ২০২৩-এ joy Mihos উপস্থাপন করার পরেই গ্রাহকরা একটি বিশেষভাবে পছন্দ করছে। মাত্র ১৫ দিনে তাই ১৯ হাজারের কাছাকাছি বুকিং এসেছে এই গাড়িটির। এবার দেখে নেওয়া যাক এই গাড়ির দুর্দান্ত ফিচার, মাইলেজ ও স্পেসিফিকেশনের সম্পর্কে বিস্তারিত।

এই গাড়িটির এক্স শোরুমে দাম ১ লাখ ৪৯ হাজার টাকা। এর পাশাপাশি চারটি রং-এ পাওয়া যাবে এই গাড়িটি। মেটালিক ব্লু, সলিড ব্ল্যাক গ্লসি, সলিড ইয়েলো গ্লসি, পার্ল হোয়াইট। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা প্রায় ৬০০টিরও বেশি শোরুম থেকে অতি সহজেই বুক করা যাবে এই গাড়ি, মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে। চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে ডেলিভারি।

অত্যাধুনিক স্মার্ট ও ইন্টেলিজেন্ট ফিচার সহ এই গাড়িতে রয়েছে স্মার্ট কালেক্টিভিটি, রিমোট অ্যাপ্লিকেশন, রিভার্স মোড, জিপিএস এনাবেল সিস্টেম, রিজেনারেলিটিভ ব্রেকিং সিস্টেম। এই গাড়িটির দৈর্ঘ্য ১৮৬৪ মিমি এবং প্রস্থ ৭২০ মিমি, উচ্চতা ১১৭৮ মিমি। এছাড়াও গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে ১৭৫ মিমি। এই স্কুটারটিতে একবার চার্জ দিলে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এছাড়া মাত্র ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে এর সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এই স্কুটার মাত্র ৭ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার স্পিড তুলতে পারবে।

Advertisements