Tata কে টক্কর দিতে Bajaj বাজারে আনছে দ্বিতীয় ন্যানো, বাইকের দামেই পাবেন দারুন মাইলেজের এই গাড়ি

‘টাটা ন্যানো’ (Tata Nano) এই গাড়ির কথা নিশ্চয় সকলের মনে আছে। অন্তত আমাদের রাজ্যবাসীদের তো আছেই, এই গাড়ির হাত ধরেই একটা সময় রাজনৈতিক পালাবদল দেখেছিল রাজ্য। তবে সেসব তো অন্য বিষয়। রাজ্যে জায়গা না পেয়ে গুজরাটে তৈরি হয়েছিল ন্যানো কারখানা।
যা মধ্যবৃত্ত ভারতীয়দের বাজেটের মধ্যে বেশ আরামসে ফিট হয়ে গিয়েছিল। যদিও এখন আর সেই গাড়ির প্রোডাকশন করে না ‘টাটা’ (Tata Motors)গোষ্ঠী। বরং তার বদলে এসেছে আরও উন্নতমানের গাড়ি। কিন্তু সম্প্রতি ঠিক ন্যানোর মতোই একটি গাড়ি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াই।
ভারতীয় বাইক নির্মাণকারী সংস্থা ‘বাজাজ’ (Bajaj) তৈরি করেছে ‘কিউট’ (Quet) নামের এক গাড়িটি। তবে এখনও পর্যন্ত বাণিজ্যিক ভাবে এক গাড়ির প্রোডাকশন শুরু করেননি বাজাজ। তার কারণ ২০১৮ সালে প্রস্তুত এই গাড়িটিকে কোয়াড্রিসাইকেল ক্যাটাগরির মধ্যেই রাখা হয়েছিল। কিন্তু এবার সে ভারতীয় রাস্তায় নামার জন্য ছাড়পত্র পেয়েছে বলে জানা গিয়েছে, দেখে অনেকটা ন্যানোর মতোই এই গাড়িটি।সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, এই গাড়ির ঠিক পেছনে থাকবে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। আনুমানিক ৩ লক্ষ টাকার মধ্যেই এই গাড়ির দাম নির্ধারিত হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে দামে কম হলেও প্রযুক্তির সাথে কোনো আপস করেনি সংস্থা। গাড়িতে থাকছে ম্যানুয়াল গিয়ার বক্স। সিএনজি এবং এলপিজি এই দুই ভ্যারিয়েন্টেই বাজারে আসতে চলেছে এই গাড়িটি। চালকসহ তিন জন যাত্রী অতি সহজেই বহন করতে পারবে এই গাড়ি। সেই সাথে ক্লাইমেট কন্ট্রোল, ডিজিটাল ডিসপ্লে তো আছেই।