×
Tech news

১০৭ টাকায় BSNL দিচ্ছে টানা ৫০ দিনের ভ‍্যালিডিটি, থাকছে ডেটা-কল সহ আরও অফুরন্ত পরিষেবা

Advertisements
Advertisements

প্রতিযোগিতার বাজারে জিও, ভোডাফোন এবং এয়ারটেল এর মত টেলিকম সংস্থার সাথে প্রতিযোগিতায় বেশ পিছিয়ে পড়েছে, bsnl- এর মতন সংস্থাগুলি। ওই জাতীয় সংস্থাগুলি প্রতিটি মুহূর্তেই নতুন নতুন ধামাকাদার প্ল্যান নিয়ে আসছে। তাই এদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিএসএনএলকেও আনতে হবে কোন চমৎকার পরিষেবা আর সেই জন্যই গ্রাহকদের কথা ভেবে এবার মাত্র ১০৭ টাকা রিচার্জে দুর্দান্ত কিছু প্ল্যান নিয়ে এলো বিএসএনএল।

Advertisements

এই প্লানিং এ থাকছে দিনে ২০০ মিনিটের জন্য কলিং এর সুবিধা। এছাড়া এর ভ্যালিডিটি এক্সটেনশন প্ল্যান রয়েছে 2999 টাকা মূল্যের। এটি একটি প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়ায়। এছাড়া ভ্যালিডিটি বাড়ালে ভয়েস কল, এসএমএস এবং ডেটার সুবিধাও রয়েছে।

এই প্ল্যানে থাকবে ৫০ দিন ভ্যালিডিটি। এ ছাড়া প্রায় তিন জিবি ডেটা প্যাক। এছাড়া থাকছে ৫০ দিনের বিএসএনএল টিউনস এক্সেস, যার দ্বারা এই এক্সটেনশন প্ল্যানটি বিএসএনএল নাম্বারকে আরো পঞ্চাশ দিনের জন্য বৈধ করে দেবে।

১০৭ টাকা রিচার্জ করলে প্রায় ৩ জিবি ফ্রি ডাটা পাওয়া যাবে। এছাড়া যে কোন রোমিং নেটওয়ার্কের ১০০ দিনের ভ্যালিডিটি এবং ৭ দিনের জন্য বিনামূল্যে। এছাড়া ১০০ মিনিট বিনামূল্যে ভয়েস কল, ৬০ দিন বিএসএনএল টিউনস; এই জাতীয় সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে।

Advertisements