×
Tech news

এক চার্জেই ছুটবে ১৩০ কিলোমিটার, বাজারে এলো কম দামে দুর্দান্ত ফিচারের ইলেকট্রিক বাইক

Advertisements
Advertisements

বর্তমানে দুর্মূল্যের বাজারে অনেকেই নিজেদের পছন্দের বাহন কিনতে পারেনা। এর পাশাপাশি বেড়ে চলেছে পেট্রোলের দাম। সে ক্ষেত্রে মধ্যবিত্তদের পক্ষে গাড়ি চালানো অধরাই হয়ে দাঁড়িয়েছে। এইসব দিক থেকে বর্তমান বাজারে বেশ জায়গা দখল করে বসেছে ইলেকট্রনিক স্কুটার বা বাইক। পেট্রোলের দামের জন্য অনেকেই ইলেকট্রিক গাড়ির দিকে বেশি ঝুঁকছে। এমত অবস্থায় এক সংস্থা (Pure EV) নিয়ে এসেছে ইলেকট্রিক বাইক।

Advertisements

আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে এটি পেট্রল চালিত কিন্তু আসলে সিঙ্গেল চার্জে ১৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই গাড়ি। জেনে নিন এর স্পেসিফিকেশন ও ফিচার।

১) এই গাড়িতে রয়েছে বিভিন্ন ড্রাইভিং মোড। ৪৫ কিলোমিটার থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে এই বাইক। এ ছাড়া ১৪০ কেজি ওজন বইতে পারবে।

২) একবার চার্জ দিলে ৮৫ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই গাড়ি। এতে রয়েছে ৩.০ kwh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি।

৩) সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায় চলবে এই গাড়ি। এছাড়া ব্লুটুথ কানেক্টিভিটি সঙ্গে ৩ kw-এর ইলেকট্রনিক মোটর দেওয়া হয়েছে।

৪) ডিজিটাল স্পিডোমিটার থেকে শুরু করে ফ্রি জেনারেটিং ব্রেকিং সিস্টেম, ডিজিটাল অটোমিটার, টেল লাইট, এলইডি হেডলাইট এরকম একাধিক ফিচার রয়েছে এই গাড়িটিতে।

এই গাড়ির দাম শুধুমাত্র দিল্লিতে ৯৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া রাজ্যের অন্যান্য জায়গায় ১ লক্ষ ১৪ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছে। ব্ল্যাক, ব্লু, গ্রে, রেড চারটি কালারে পাওয়া যাবে বাইক।

Advertisements