সিঙ্গেল চার্জেই ছুটবে ১৭৪ কিমি, অতি সস্তা দামে OLA নিয়ে এলো তিনটি দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক

বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় অ্যাব ক্যাপ সংস্থা OLA। তবে শুধুমাত্র ক্যাব পরিষেবাই প্রদান করে না এই সংস্থা, প্রায় দুই বছর আগেই তারা বাজারে নিয়ে এসেছে তাদের নিজেদের তৈরি ইলেকট্রিক স্কুটার। বর্তমানে দুর্মূলের বাজারে সাধারণ মানুষের বেশ কাজে আসতে চলেছে এই জাতীয় গাড়িগুলি। এবার তারা বাইকের জগতে আনতে চলেছে ‘ওলা ইলেকট্রিক’। খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে ওলার তৈরি তিনটি দুর্দান্ত স্পেসিফিকেশনের বাইক। দামও রাখা হয়েছে ন্যূনতম।
প্রথমেই রয়েছে ‘ওলা আউট অফ দা ওয়ার্ল্ড’,OLA out of the world এটি প্রিমিয়াম ইলেকট্রিক বাইক। সিঙ্গেল চার্জেই ১৭৪ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। এছাড়া এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার। এই গাড়ির দাম রাখা হয়েছে ১,৫০,০০০ হাজারের কাছাকাছি।
দুই নাম্বারে রয়েছে, OLA performax, যার তিনটি ভেরিয়েন্ট রয়েছে। প্রথম ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১ লাখ ৫ হাজার, যা ৯১ কিলোমিটার রেঞ্জ এবং ৯৯ কিলোমিটার পথ অতিক্রম করবে। দ্বিতীয় স্থানে রয়েছে যেটি তার মূল্য ১,১৫,০০০ হাজার। এটি ঘন্টায় ৯৫ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং রেঞ্জ ১৩৩ কিলোমিটার। তৃতীয় স্থানের যে রয়েছে তার দাম হচ্ছে ১,২৫,০০০ হাজার। এটি হলো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি, যা ঘন্টায় ৯৫ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং রেঞ্জ ১৭৪ কিলোমিটার।
এরপরে রয়েছে OLA Ranger; এই মডেলটির দাম ৮৫ হাজার থেকে ১ লাখ ৫ হাজারের মধ্যে। এই মডেলেরও তিনটে ভেরিয়েন্ট রাখা হয়েছে। এর মধ্যে তৃতীয়টির দাম থাকতে পারে ৯১ হাজার যা ঘণ্টায় ৯১ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং রেঞ্জ হবে ১১৭ কিলোমিটার। এ ছাড়া দ্বিতীয় গাড়িটি ঘন্টায় ৯১ কিলোমিটার পথ অতিক্রম করবে, রেঞ্জ ১৫৩ কিলোমিটার।