×
Tech news

পেট্রল ছাড়াই ঘুরে বেড়ান গোটা কলকাতা! নতুন রূপে ফিরছে বাজাজ চেতক ই-স্কুটার, এক চার্জেই 108km রেঞ্জ

Advertisements
Advertisements

একটা সময় ছিল যখন ভারতীয় বাজারে মটর সাইকেল বলতে শুধু মাত্র উঠে আসতো ‘ইংল্যান্ড’ (England) নির্মিত বুলেট কিংবা ভারতে নির্মিত রাজদূত, ‘বাজাজ চেতাক’র (Bajaj Chetak) নাম। যা ছিল ভারতের মধ্যবিত্ত মানুষের নিত্য সঙ্গী। ২০০০ এর শেষ দিক পর্যন্ত সেই সমস্ত পুরনো বাইক রাস্তাঘাটে দেখা গেলেও বর্তমানে তা ইতিহাস।

Advertisements

তবে অনেকেই আছেন যারা এখনো বাজাজ স্কুটার বলতে পাগল। তাদের বাড়িতে গেলে এখনও মেলে এই বাইকের। এই মন খারাপের দিন এবার শেষ। বাজারে আবারও আসতে চলেছে বাজাজ চেতাক সম্পূর্ণ নতুন আঙ্গিকে। সম্প্রতি ভারতের সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা জোর দিয়েছে বৈদ্যুতিক গাড়ি বা বাইক নির্মাণের ওপরে।

এতদিন পর্যন্ত সেই দৌড়ে সামান্য পিছিয়ে ছিল বাজাজ। কিন্তু খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে তাদের এই ভিন্টেজ বাইক। যা হবে সম্পূর্ন বৈদ্যুতিক অর্থাৎ ব্যাটারি চালিত। যদিও এর আগেই সংস্থা তাদের এই নতুন বাইক বাজারে নিয়ে এসেছিল ২০২২ সালে। ইতিমধ্যেই তার প্রায় ২২ হাজার ইউনিট বিক্রিও হয়ে গিয়েছে।

অনেকের মতে তাতে আরও কিছু পরিবর্তনের প্রয়োজন ছিল। বিশেষ করে পারফরমেন্সের ক্ষেত্রে। তাই সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে তাদের তৈরি নতুন এই বাইক এক চার্জেই যাবে ১০৮ কিলোমিটার পথ।বর্তমানে সংস্থার পক্ষ থেকে এই বাইকের দাম রাখা হয়েছে এক লক্ষ টাকার কিছু বেশি।

Advertisements