Wednesday, December 1, 2021

জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত অঙ্গিভঙ্গিতে বেলি ডান্স করে রাতারাতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল সুন্দরী যুবতী, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়া নিজের প্রতিভা বিকাশের এই অনন্য মাধ্যম। নিজের নাচ, গান, ফটোগ্রাফি, আকা, অভিনয় মানুষের কাছে পৌঁছে দিতে অনেকে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন। সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়েছে ” মাশাল্লাহ ” গানে দুর্ধর্ষ বেলি ডান্স। দিল্লি ডান্স একাডেমির ছাত্রী দীপালি বৈষ্ণবের এই নাচে ইতিমধ্যেই ৪ লাখের বেশি ভিউয়ার।

mashallah Song

কমলা রঙের লেহেঙ্গা আর ব্লাউজে ঝর তুলেছেন দিপালি। তার শরীরী ভঙ্গিমায় কাবু হয়েছেন নেটিজেন। তার শরীরের নমনীয়তার প্রশংসা করেছেন নেটিজেন। মাত্র দের মিনিটের এই ভিডিওতে দীপালীর নাচ মন কেড়েছে দর্শকের। ভবিষ্যতে এই নাচ নিয়ে আরো এগিয়ে যেতে তাকে অনুপ্রাণিত করেছে নেটাগরিক।

mashallah Song

তবে শুধু এই নাচেই নয় এর আগে দেবদাস ছবির ডোলা রে, নাদীও পাড় গান গুলিতে পারফর্ম করেছেন দীপালি। নিজের নামেই দীপালীর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ভবিষ্যতে দীপালি আরো নিত্য নতুন নাচে মন জিতে নেবেন বলাই বাহুল্য। দীপালি ছেলে বেলা থেকেই নাচ প্রেমী। ইতিমধ্যে দেশ বিদেশের কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ স্থান পেয়েছে। তবে ধ্রুপদী নাচের তুলনায় বিদেশি নাচের দিকে ঝোঁক বছর ২২ এর দীপালীর। নিজেকে আরও প্রতিষ্ঠিত করার জন্য তালিম নিচ্ছে সে।

দীপালীর এই কৃতিত্বে খুশি দিল্লি ডান্স একাডেমির সকল সদস্য ও শিক্ষকরাও। তারাও চান মাথা উচু করে নিজের ট্যালেন্ট এর জোরে আরো সুনাম করুক দীপালি।

⚡ Trending News

আরও পড়ুন