অনেকেই বাড়িতে ছোট ছোট পশু কিংবা পাখিকে পোষ মানায়। বেশিরভাগ মানুষের বাড়িতেই ছোট্ট কুকুর ছানা কিংবা বিড়ালছানাকে পুষতে দেখা যায়। অনেকে আবার টিয়া কিংবা কাকাতুয়া, ময়না পাখি ও পোষেন। আর এই সমস্ত পশুপাখি আমাদের মনকে আনন্দ দেয়, এমনকি দুঃখের সময়ে কষ্ট পেতে দেয় না।
বহু মানুষের একাকিত্বের অন্যতম সঙ্গী হয়ে ওঠে তাদের পোষ্য। আর বাড়িতে থাকা এরকম পোষ্যদের নানা রকম ভিডিও এবং ছবি খুব সহজে গোটা বিশ্বের সামনে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই পশুরা যখন তাদের ছানাপোনাদের জন্ম দেয় তখন এসে ছানাপোনারা ছোটবেলায় দেখতে আরো বেশি সুন্দর থাকে। আর তাদেরকে আদর করে ভালবাসতে গিয়েও সময় পেরিয়ে যায়।
এবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাছুর তার মালিকের বাড়িতে গলায় ঘন্টা পড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির গরুর ছানা। এদের উচ্চতা প্রায় ৩ থেকে ৪ ফুট হয়। ওজন থাকে প্রায় ২০০ কেজি। আর এই ছোট্ট বাচ্চা সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। নেটজনতা এই বাছুরের নানারকম কান্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়।
দেখুন সেই ভিডিও-
Baby Punganuru cow at home. Punganuru cows are an endangered species. Very pretty to look at. They grow to a height of 3-4 ft & weigh 150-200 kgs. They give 4-5 Lts of high fat milk per day. @ParveenKaswan @IfsJagan @SudhaRamenIFS @Dept_of_AHD #SundayVideo pic.twitter.com/DKGkWLKqvZ
— S. Rajiv Krishna (@RajivKrishnaS) February 14, 2021