একরত্তি ক্ষুদেদের নাচ দেখতে খুব ভালো লাগে নেটিজেনদের। দিনের শেষে সেই ভিডিও গুলি যেন সম্পূর্ণভাবে আমাদের শান্তি দেয়। যেমন সম্প্রতি একরত্তি ক্ষুদে মেয়ের দারুন সুন্দর নাচের ভিডিও ভাইরাল (Viral) হয়েছে।
ভিডিওতে দেখা গেল, এক ক্ষুদে মেয়ে সাঁওতালি মহিলাদের মতো কমলা রঙের শাড়ি পরেছে। তার সাথেই টিকলি, হাতের গহনা পরেছে সে। অসাধারণ কিউট এক্সপ্রেশন তো তার সম্পূর্ণ ভিডিওতে দেখা গেল। প্রশিক্ষন প্রাপ্ত নাচ না হলেও সে এই বয়সেই যে সাহস করে ক্যামেরার সামনে এমন উপস্থাপন করেছে নিজেকে তা দেখেই নেটিজেনরা হতবাক হয়েছেন।
বিখ্যাত ‘কিনে দে রেশমী চুড়ি’ গানে নাচ করেছে সে। ভিডিওতে জানা যায় একরত্তির নাম দীপ্তি। তার নিজের Youtube চ্যানেল আছে যার নাম ‘Deepti Videos’। ৮ মাস আগে আপলোড করা ভিডিওতে এখনও পর্যন্ত ৮ লক্ষ ৪ হাজার ভিউস এসেছে। তার সাথেই ক্ষুদের প্রশংসায় মজেছেন নেটিজেনরা।