Wednesday, December 1, 2021

পরনে লাল ব্লাউজ হলুদ শাড়ি, জনপ্রিয় হিন্দি গানে অফিসের মধ্যে নাচ করে ভাইরাল সুন্দরী যুবতী, দেখুন ভিডিও

প্রতিদিন অফিস যাওয়া কাজ সেরে আবার ফিরে আসা ছাড়াও মানুষের সাথে বিভিন্ন ভাবে জড়িয়ে রয়েছে শখ আল্লাদের। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার (Social Media) জন্য নিজের শখকেও করে তোলা যায় ভাইরাল (Viral)। প্রত্যেকের মনেই নিজের প্রতিভা দেখানোর একটা ইচ্ছা তৈরী হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল (Viral) হয়েছে অফিসের মধ্যে হিন্দি গানে একযুবতীর উদ্দাম নৃত্য। হলুদ শাড়ি, খোলা চুলে এরম নাচ দেখে সবাই হতবাক। ‘বারি মুশকিল বাবা বারি মুশকিল’ (Badi Mushkil Baba Badi Mushkil) গানে এরম অসাধারণ নৃত্য নজর কেরেছে সবার।

সাড়ে পাঁচ মিনিটের এই নাচের ভিডিওতে (Dance Video) শুধু নাচ নয়, গানের সাথে নিখুঁত প্রতিটি স্টেপ ও এক্সপ্রেশন মন মাতিয়েছে সবার। বলিউড নাচের স্টেপ থেকে কত্থক সব কিছুই ছিল সেই নাচের মধ্যে।

ভিডিওটি দেখলে বোঝা যায় যুবতী নাচের প্রশিক্ষন নেওয়া বা আগে নিয়েছেন। মাধুরী দিক্সিতের (Madhuri Dixit) এই গানে নাচ ও এক্সপ্রেশন যুবতী নিখুঁত ভাবেই পরিবেশন করার চেষ্টা করেছেন বলে মনে করছেন নেটিজেনরা।

⚡ Trending News

আরও পড়ুন