×
নিউজ

মাত্র ১৫০ টাকার বিনিয়োগে পেয়ে যান ৭ লক্ষ টাকা! LIC নিয়ে এলো এক দুর্দান্ত স্কিম

Advertisements
Advertisements

টাকা আয় ও ব্যয়ের পাশাপাশি ভবিষ্যতে টাকা সঞ্চয় করার অন্যতম ঠিকানা এলআইসি (LIC)। এলআইসির জীবন তরুণ পলিসির (LIC Jivaan Tarun policy) মাধ্যমে প্রত্যেক বাবা-মা তার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠন করতে পারে। জন্মের পর থেকে সন্তানের বেড়ে ওঠার উচ্চশিক্ষা সবকিছুর জন্যই চিন্তা ভাবনা করতে হয় মধ্যবিত্ত পরিবারের বাবা-মায়েদের আর সেইসব কথা চিন্তা করেই এলআইসি নিয়ে এসেছে দুর্দান্ত স্কিম। অল্প কিছু টাকার বিনিময়ে এখানে পাওয়া যাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত।

Advertisements

এই পলিষির দাম এলআইসি জীবন তরুণ পলিসি, এটি এলআইসির চাইল্ড প্ল্যান (LIC child Plan)- এর অন্তর্গত। সদ্যজাত থেকে ১২ বছর বয়সী যে কোন শিশুদের নামে গ্রাহক টাকা জমা রাখতে পারে। শিশুর ২০ বছর বয়স পর্যন্ত এই প্রিমিয়াম দিতেই হবে এবং ২] থেকে ২৪ বছর বয়স পর্যন্ত ‘সার্ভাইভাল বেনিফিট’ পাওয়া যাবে। ২৫ বছর হলে সেই স্কিম ম্যাচিওর হবে। কমপক্ষে ১৫০ টাকা বিনিয়োগ করতে হবে এই স্কিমে।

প্রায় ৬ লক্ষ টাকা পর্যন্ত বীমায় কভারেজ করা যাবে। এই পলসির মাধ্যমে উচ্চ শিক্ষার খরচ থেকে শুরু করে বিয়ের খরচ সবকিছুই মেটানো যাবে। সন্তানের ১২ বছর বয়স হলে প্রতিদিন ১৫০ টাকা করে এই স্কিমে বিনিয়োগ করতে হবে। বছরে গিয়ে সেই টাকার পরিমান দাঁড়াবে ৫৪,৭৫০।

এভাবে আট বছর এই স্কিমে বিনিয়োগ করলে সন্তানের ২০ বছর বয়স হলে মোট টাকার পরিমান দদাঁড়াবে৪ লক্ষ এবং সন্তানের ২৫ বছর বয়স হলে, তা ৪০ শতাংশ বেড়ে গিয়ে ম্যাচিউর হবে।

Disclaimer: প্রতিবেদনটি কিছু তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। বিস্তারিত ও সঠিক তথ্য পাওয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।

Advertisements