×
নিউজ

বিশ্বের সবচেয়ে সুন্দরতম হাতের লেখার অধিকারী ‘প্রকৃতি মাল্লা’, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

মানুষ সবসময় সুন্দরের জয়গান করে। সে প্রাকৃতিক সুন্দর হোক কিংবা অন্যান্য কারুকার্য। আমরা বরাবরই সুন্দরের কদর করতে জানি। আর হাতের লেখা যাদের সুন্দর তাদের তো আমরা সবসময়ই আলাদা ভাবে দেখি। পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখা দেখতে শিক্ষকরা পছন্দ করেন বরাবরই। তাদের জন্য থাকে একটু বেশি নম্বর বাড়তি পাওনা হিসাবে।

সম্প্রতি এই রকমই হাতের লেখার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে নেপালের এক বাচ্চা মেয়ে একমনে কিছু লিখে যাচ্ছে। এবং তার হাতের লেখা রীতিমতো হার মানাবে কম্পিউটারের হরফকেও। দেখে মনে হচ্ছে ঠিক যেন মুক্ত ঝড়ানো হাতের লেখা। নেপালের এক বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ‘প্রকৃতি মাল্লা’ ( Prakriti Malla)।

ভিডিও দেখে সকলেই প্রশংসা করেছেন বাচ্চা মেয়েটির। ‘হ্যান্ড রাইটিং এক্সপার্ট’রাও ( Hand Writing Expert) অবাক হয়েছেন ‘প্রকৃতি’র ( Prakriti) হাতের লেখা দেখে। নেতিজেনদের মধ্যে অনেকেই প্রথমে বুঝে উঠতে পারেননি যে সেটা কোনো মানুষের হাতের লেখা। সোজা লাইন, প্রতিটা অক্ষরের মাপ একদম এক। যা দেখে বোঝার উপায় নেই সেটি কোনো শিশুর হাতের লেখা। মেয়েটির প্রতিভা দেখে মুগ্ধ গোটা বিশ্ব। সম্প্রতি বিশ্বের সব থেকে সুন্দর হাতের লেখার জন্য খেতাব পেয়েছেন সে। সত্যিই এতো অল্প বয়সে এই রকম অসাধারণ প্রতিভা খুব একটা দেখা যায় না।

Advertisements