×
নিউজ

মাত্র ৫০০ টাকায় সারুন বিয়ে! এবার ‘দুয়ারে বিয়ে’ আনল রাজ্য সরকার

Advertisements
Advertisements

সন্তানদের বিয়ে নিয়ে সব বাবা-মায়েদের চোখেই স্বপ্ন থাকে। তবে বিয়ের খরচও বর্তমান বাজারে কিছু কম নয়! খুব কম করে হলেও লক্ষের কাছাকাছি বিয়ের খরচ পৌঁছিয়ে যায়। সে ক্ষেত্রে গরিব-দুঃখী কিংবা নিম্ন মধ্যবিত্তদের পক্ষে বিয়ে হয়ে দাঁড়ায় অন্তরায়। তবে আর না রাজ্য সরকার নিয়ে এলো এক নয়া প্রকল্প, যেখানে ৫০০ টাকার বিনিময়ে সম্পন্ন হবে বিবাহ।

Advertisements

এবার থেকে আর রেজিস্ট্রির জন্য ছুটতে হবে না জেলা সদরে। সাব রেজিস্ট্রি অফিসগুলোতেই করা যাবে বিয়ের জন্য আবেদন। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সব জায়গাতেই প্রযোজ্য। এক্ষেত্রেও জেলাগুলির আওতায় যে চার পাঁচটি থানা রয়েছে, সেখানকার সাব রেজিস্ট্রির অফিসগুলিতে অনলাইনে আবেদন করা যাবে।

এই সাব রেজিস্ট্রির অফিসগুলিতে খরচ অনেক কম। মাত্র ৫০০ টাকার বিনিময়ে রেজিস্ট্রি সম্পন্ন করা যাবে। এর জন্য ১০০ টাকার নোটিশ খরচ এবং বাকি ৪০০ টাকা লাগবে রেজিস্ট্রি ফি হিসাবে। কেউ যদি নিজের ইচ্ছামতো জায়গা বাছাই করতে চায়, সে ক্ষেত্রে ৪০০ টাকা অতিরিক্ত খরচ বহন করতে হবে।

গোটা রাজ্যজুড়ে প্রায় ২৫৯ টি সাব রেজিস্ট্রি অফিস রয়েছে। এর মধ্যে ১০০ টি অফিসে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের চেষ্টায় বাকিগুলোতেও খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে। এর ফলে বহু গরিব বাবা-মায়েদের সন্তানের বিয়ে দিতে সুবিধা হবে।

Advertisements