×
নিউজ

নর্দমার জলে একে অপরকে কোলাকুলি শুয়ে আছে দুটি গোসাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় অস্বাভাবিক এমন জিনিস উঠে আসে, যা আমাদের অবাক করে তোলে। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আজকাল সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে। একঘেয়েমি সময়ে কাটিয়ে তুলতে, সবাই এখন সোশ্যাল মিডিয়ার দর্শক। নেটদুনিয়ায় এমন অনেক ভিডিও উঠে আসে, যা আমাদের চমকিত করে। সম্প্রতি এমনিই গোসাপের ভিডিও দেখে অবাক হচ্ছে নেটিজেনরা।

ভাইরাল (viral) হওয়া ভিডিওতে দেখা গেছে, নর্দমার মধ্যে দুটি গোসাপ শুয়ে রয়েছে। তাদের চেহারা দেখেই বোঝা গেছে দুজনেই বেশ বিশাল আকৃতির। তবে সবথেকে বেশি যেটি অবাক করছে তা হলো , নর্দমার মধ্যেই দুজন দুজনকে জড়িয়ে ধরে কোলাকুলি করছে। এমন এক অস্বাভাবিক ভিডিও দেখলে যে কেউ চমকে উঠবে! তবে এটি যে গোসাপ দুটির মধ্যে ভালোবাসা, তা অবশ্য বোঝা যাচ্ছে।

Advertisements

ভিডিওটি ইউটিউবে ‘অল অ্যাবাউট সৈকত’ (All about Saikat) নামের একটি পেজ থেকে আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই এমন এক ভিডিও সাড়া ফেলেছে নেটিজেনদের
মধ্যে। প্রচুর ভিউজ এসেছে এই ভিডিওটিতে। এছাড়া প্রত্যেকেই নিজের মন্তব্যে ভরিয়ে তুলেছে কমেন্ট সেকশন।

Advertisements