পেঁয়ারা গাছের ডালে প্রেমে মশগুল দুই টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

মানুষের মনোরঞ্জনের জন্য এখন অন্যতম রসদ সোশ্যাল মিডিয়া। করোনা আবহে গৃহবন্দি মানুষ স্মার্টফোনের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। একটুখানি আনন্দ খুঁজে পেতে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে ঢুঁ মেরেছেন মানুষ। সেখান থেকেই সাধারণ নাগরিক থেকে নেট আজরিক হয়ে গিয়েছেন তারা। এবার ফেসবুকে ভাইরাল হয়েছে দুটি তোতাপাখির কথোপকথন। যা দেখে অত্যন্ত আনন্দিত নেটিজেনরা। সকলেই জানেন ময়না টিয়া পাখিরা নিজেদের মতন কথা বলতে পারেন। মানুষের মত মনের ভাব প্রকাশ করতে এরা কথার সাহায্য নেন। একবার কথা শিখলেই এরা সারাদিন কথা বলতে থাকেন।
দা প্যারট কিং নামের একটি ইউটিউব চ্যানেলের ভাইরাল হয়েছে দুটি পাখির নিজেদের মধ্যে ভাব বিনিময়। তারা দুজনেই জানে তারা পাখি। সবুজ গায়ের রং লাল ঠোঁট, কিচির-মিচির করি বকবক করেই চলেছেন তারা। একটি পেয়ারা গাছের মাথায় তারা বসে আছেন। দুটি পাখি মনের আনন্দে দুইটি পিয়ারা খাচ্ছে। আবার দেখা যাচ্ছে খাওয়া থামিয়ে একটি পাখি আরেকটি পাখিকে পেঁয়ারা খাইয়ে দিচ্ছে। দুজনে কিছু কথা বলে হাসছে। বোঝাই যাচ্ছে তারা একে অপরের অত্যন্ত ভালো বন্ধু। তাদের মালিকের এরকম দশটি পাখি রয়েছে। তাদের মধ্যে দারুণ মিল। সারাদিন তারা বকবক করতে থাকে।