গোল্ড হাবের রিসার্চ অনুযায়ী স্বর্ণ ভান্ডারের শীর্ষ তালিকায় ‘ভারত’, দূরবীনে অধরা ‘পাকিস্তান’

সোনা একটি অত্যন্ত মূল্যবান ধাতু। আর সেই কারণেই সোনার ভান্ডার যেই দেশে ঠিক যতটা পরিপূর্ণ হবে সেই দেশ ঠিক ততটাই ধনী দেশের মধ্যে পরিগণিত হয়। কারণ আর্থিক সংকটের সময় সোনা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করে আর তাই প্রত্যেক দেশের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সম্পত্তি। গোল্ড হাবের তরফে এটি রিসার্চ
অনুযায়ী, সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভ থাকা টপ-১০ দেশ কোনগুলি হল –
•আমেরিকা – ৮১৩৩.৪৭ টন সোনার ভান্ডার রয়েছে এই দেশে আর তাই সর্ব প্রথম স্থানে রয়েছে এই দেশ।
•জার্মানি- জার্মানির কাছে রয়েছে ৩৩৫৯.০৯ টন সোনার ভান্ডার। সেই হিসেবে সোনার ভান্ডারের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।
•ইতালি – ২৪৫১.৮৪ টন সোনার সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে ইতালি ৷
•ফ্রান্স- ফ্রান্স রয়েছে চতুর্থ স্থানে। এই দেশের সোনার ভান্ডারে রয়েছে ২৪৩৬.৩৫ টন সোনা।
•রাশিয়া – সোনার ভান্ডারের ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে পুতিনের দেশ ৷ রাশিয়ার কাছে রয়েছে ২২৯৮.৫৩ টন সোনা ৷
•চিন – ১৯৪৮.৩১ টন সোনার সঙ্গে চিন রয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে৷
•সুইৎজারল্যান্ড – সুইজারল্যান্ডে রয়েছে ১০৪০ টন সোনার ভান্ডার।এই দেশ রয়েছে সপ্তম স্থানে৷
•জাপান – জাপানের কাছে রয়েছে ৮৪৫.৯৭ সোনার ভান্ডার। সোনার ভান্ডারের হিসেবে জাপান রয়েছে অষ্টম স্থানে ৷
•ভারত – ভারতের কাছে রয়েছে ৭৪৩.৮৩ টন সোনা। নবম স্থানে রয়েছে ভারত ৷
•নেদারল্যান্ড – দশম স্থানে রয়েছে নেদারল্যান্ড।তাদের কাছে রয়েছে ৬১২.৪৫ টন সোনার ভান্ডার।