Thursday, December 9, 2021

দীপাবলীর মরশুমে ফের সস্তা হল সোনা রুপোর দাম

করোনার জন্য গত আগস্টে সোনার দাম একরকম সর্বোচ্চ অঙ্কের রেকর্ড ছুঁয়েছিল প্রায় ৫৬ হাজারের বেশী। আর নভেম্বর থেকে আসতেই তা নামতে শুরু করে। তবে এখন দেশজুড়ে পালিত হচ্ছে নানান উৎসব। আর এই উৎসবের মরশুমে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ সামনেই ধনতেরাস। আর এই ধনতেরাসে সকলেই সোনা কিনে থাকেন। তবে সোনার দাম বেশি থাকায় মধ্যবিত্তদের মাথায় হাত।

এবার প্রশ্ন হল এত কেন ঊর্ধ্বমুখী সোনার দাম ? জানা গিয়েছে বর্তমানে ডলার কমজোর হওয়ায় সোনার দাম ফের বাড়তে শুরু করেছে ৷ এর পাশাপাশি এই উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়তে থাকার প্রভাবও পড়েছে সোনার দামে ৷ করোনা মহামারির পর ফের একবার দেশে সোনার আমদানিও বেড়েছে বলে জানা গিয়েছে৷ মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বাড়তে থাকায় এবং অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দামও প্রভাব ফেলেছে সোনালি ধাতুর দামের উপরে ৷

সপ্তাহের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর প্রতি ১০ গ্রামে মাত্র ৫ টাকা কমেছিল সোনার দাম ৷ বুধবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭১৫৩ টাকা হয়েছিল ৷

কলকাতায় সোনার দাম আজ একই রয়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৯ টাকা বেড়ে হয়েছে ৪,৭৪০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ৩১২ টাকা বেড়ে হয়েছে ৩৭,৯২০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৩৯০ টাকা এবং ৩,৯০০ টাকা বেড়ে ৪৭,৪০০ টাকা এবং ৪,৭৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,০১০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৪০,০৮০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৫০,১০০ টাকা এবং ৫,০১,০০০ টাকা।

অন্যদিকে রুপোর দাম ২৮৭ টাকা কমে প্রতি কিলোতে ৬৪,৪৫৩ টাকায হয়েছিল ৷ দামের এই সামান্য ওঠা-নামার মধ্যেই কিছু বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখুনি সোনায় ইনভেস্ট করলে মাত্র এক সপ্তাহে অর্থাৎ দীপাবলিতে বিপুল লাভ করার সম্ভাবনা রয়েছে ৷

⚡ Trending News

আরও পড়ুন