আগামী ৩০শে ডিসেম্বর থেকেই ছুটবে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস, রইল খাবার সহ ভাড়ার রেট চার্ট

রাজ্যের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য সুখবর। এবার থেকে আরও কিছুটা কাছে পাহাড়। মাত্র সাত ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি।
রেল মন্ত্রক সুত্রে খবর, আগামী ৩০শে ডিসেম্বর থেকেই শুরু হবে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা। যার ট্রায়াল রান ইতিমধ্যেই হয়ে গিয়েছে সফল ভাবে। যাত্রীদের সুবধার্থে বলে রাখি হাওড়া ছাড়া এই ট্রেনে চাপা যাবে বোলপুর এবং মালদা স্টেশন থেকেও। যদিও অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেনের ভাড়া একটু বেশি। রেল মন্ত্রক সুত্রে খবর, ট্রেনে ভাড়া মাথা পিছু আনুমানিক ১৫০০ থেকে ১৭০০ টাকা, তার মধ্যেই থাকবে খাবারের আয়োজন।
এতদিন পর্যন্ত ভারতীয় রেল মন্ত্রক যাত্রীদের সুবিধার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। আর সেই কারণেই সাধারণ মানুষের কাছে কম খরচে আরাম দায়ক যাত্রা মানেই ট্রেন। এর আগে যদিও হাওড়া জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল, যারা ভাড়া এই নতুন ট্রেনের থেকে অনেকটাই কম।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে এই ট্রেন সকালে ৫টা ৫৫ মিনিটে ছেড়ে গন্তব্যে পৌঁছবে দুপুর ১টা বেজে ৫৫ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি থেকে সেই দিন দুপুর ২টো বেজে ৫০ মিনিটে ছেড়ে হাওড়া ঢুকবে রাত ১০টা বেজে ৫০ মিনিটে। সেই সাথে সকালে যাত্রীদের স্বাগত জানাতে দেওয়া হবে ডাবের জল। তার সাথে লুচি আলুরদম তো আছেই। সাথে থাকছে পোলাওয়ের স্বাদ।