×
নিউজ

কম দামে ভালো গাড়ি, মাত্র ২.৮ লক্ষ টাকা থেকে দাম শুরু অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত এই গাড়িগুলির

Advertisements
Advertisements

সকলেরই সখ থাকে নিজের একটি গাড়ি কেনার। এদিক-ওদিক ঘুড়তে গেলেই, চারচাকা নেওয়াটা এখন একটা ফ্যাশন। কিন্তু গাড়ির দাম নিত্যদিন বেড়ে যাওয়ায়, মধ্যবিত্তদের কাছে এসব বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে! তবে এবার গাড়ির বাজারে সব থেকে বেশি চাহিদা যুক্ত স্বয়ংক্রিয় টান্সমিশন গাড়ি, অতি স্বল্প দামে আসতে চলেছে মধ্যবিত্তদের জন্য।

Advertisements

সাধারণত এই স্বয়ংক্রিয় ট্রান্সমিশন গাড়িগুলি অত্যন্ত ব্যয়বহুল হয় কারণ এই গাড়িগুলি অতি আরামদায়ক, চালককে কোনরকম গিয়ার পরিবর্তন করতে হয় না; গাড়ি অটোমেটিকই এই কাজ করে। অনেক সুবিধা থাকাই সকলেই এই ধরনের গাড়িই চায়। মাত্র ২.৮২ লক্ষ টাকায় এবার পাওয়া যাবে এই জাতীয় গাড়ি। বিভিন্ন ওয়েবসাইটে ইতিমধ্যেই এই জাতীয় গাড়ির প্রি ওল্ড এবং সেকেন্ড হ্যান্ড মডেল লিস্টিং করা হয়ে গেছে; যেগুলি দামে কম হলেও মানে কিন্তু বেশ ভালো।

এই তালিকার প্রথমে রয়েছে ২০১২ Maruti A star VXI, এর বর্তমান দাম ২ লক্ষ ৮২ হাজার টাকা। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটির মালিক এখন পর্যন্ত ৮৪,০৫৭ কিলোমিটার গাড়িটি চালিয়েছে।

দ্বিতীয় যে গাড়িটি রয়েছে সেটি হল ২০১৬ maruti celerio VXI AMT। এর বর্তমান মূল্য রয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। এখনো পর্যন্ত ৫১,৬৭০ কিলোমিটার গাড়িতে চালানো হয়েছে। এই মডেলের আরও একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনযুক্ত গাড়ি রয়েছে, যার দাম ৪ লাখ ১৭ হাজার টাকা এবং গাড়িটি ৫৭,৩৩৩ কিলোমিটার চালানো হয়েছে। তবে এই গাড়ির উত্তরপ্রদেশের রেজিস্টার্ড।

শেষে যে গাড়িটি রয়েছে সেটি হল, ২০১৮ Dastun Redi go 1.0 S A। প্রায় চার বছর পুরনো এই গাড়িটির বর্তমান মূল্য ৪ লক্ষ ১৩ হাজার টাকা। তবে এখনো পর্যন্ত মাত্র ৫৮৯২ কিলোমিটার গাড়িটি চালানো হয়েছে এবং এটি দিল্লিতে রেজিস্টার করা।

Advertisements