ভারতের বাজার কাপাতে Citroen লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি, জেনে নিন ফিচারস এবং দাম

ফরাসির অটো জাইন্ট সিট্রন, বাজারে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। এটি গাড়ি নির্মাণকারীদের একটি অত্যাধুনিক মডেল, যার নাম সি৩। আগামী বছরের প্রথম দিকেই আসতে চলেছে এই গাড়ি। সিট্রনের সিইও জানিয়েছে, নতুন বছরের জানুয়ারিতেই আনা হবে এই গাড়ি। ভারতের অটো এক্সপোতে প্রথম এই গাড়ি দেখানো হবে, যেটি দিল্লিতে অবস্থিত।
ইতিমধ্যেই সিট্রন তাদের নতুন গাড়ির টিজার বের করে ফেলেছে। যেখানে গাড়ি নির্মাতা সংস্থা, আরো বেশি তথ্য জানিয়েছে তাদের গাড়ির সম্পর্কে। তারা বিশেষভাবে জানিয়েছে, এটি হলো একটি ইলেকট্রিক গাড়ি এবং ভারতের তৈরি।
ভারতীয় বাজারে প্রায় ১০ লাখের উপরে ইলেকট্রিক গাড়ি রয়েছে, তবে সেগুলির দাম সব সময়ই গগনচুম্বী। কার্লোস টাভারেস অনেকদিন আগে বলেছিলেন, কিভাবে মধ্যবিত্তদের সাধ্যমত ইলেকট্রিক গাড়ি বানানো যায়। এর পরেই ইভিএস-এর স্থানীয় উৎপাদন সংস্থার সাহায্যে কম টাকায় ইসিথ্রি তৈরি করতে সফল হয়।
ইসিথ্রি বাজারে কম ব্যাটারির একটি গাড়ি হয়ে আসবে, যা ঘন্টায় ৩০ কিলোমিটার যেতে পারবে। টাভারস আবার বলেছেন, ইলেকট্রিক গাড়ি বিক্রির এক অভিনব সুযোগ হিসেবে আসতে চলেছে এই ব্র্যান্ড কারণ কম দামে ইলেকট্রিক গাড়ি বিক্রি করাটা এখন সব থেকে বেশি দরকার।