×
নিউজ

নামিদামি সংস্থার যেকোনো গাড়িকে টেক্কা দিতে বাজারে লঞ্চ করলো টাটার SUV Punch, রইল দাম ও ফিচারস

Advertisements
Advertisements

‘টাটা মোটরস’ (Tata Motors) এটা শুধু একটা ব্র্যান্ড নয় এটা গোটা ভারতের ইমোশান। ইতিহাস বলছে একটা সময় ভারতের রেল ইঞ্জিন তৈরি করতো এই সংস্থা, শুধু তাই নয় আমাদের প্রিয় হাওড়া ব্রিজ তৈরির জন্য যে ইস্পাত ব্যাবহার করা হয়েছিল; তাও নাকি এই সংস্থার তৈরি!

Advertisements

অন্যদিকে বর্তমানে ভারতের গাড়ির বাজারে বেশ ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে ‘টাটা মোটরস’ (Tata Motors)। বর্তমানে এসিইউভি সেগমেন্ট থেকে শুরু করে বড়ো বড়ো লরিও তৈরি করে এই সংস্থা, সেই সাথে আরও জানান সামগ্রী তো আছেই।

তবে সম্প্রতি ‘টাটা মোটরস’ (Tata Motors) তাদের একটি নতুন গাড়ি লঞ্চ করেছে, ‘মারুতি সুজুকি’কে (Maruti Suzuki) অনেকটাই জব্দ করে দিয়েছে। টাটার এই নতুন গাড়ির নাম হলো ‘টাটা পাঞ্চ’ (Tata Punch), যা একেবারে বাজেটের মধ্যে। সেই সাথে রয়েছে অনেক দুর্দান্ত ফিচার যা অনেক বড়ো গাড়ি নির্মাণকারী সংস্থা দিতে পারে না।

গাড়ি নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, মাত্র ১০ মাসের মধ্যেই নাকি তাদের এই নতুন গাড়ির ১ লক্ষ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। সেই সাথে চলছে নতুন করে বুকিংও। ‘টাটা মোটরস’র (Tata Motors) এই নতুন গাড়ির মধ্যে রয়েছে টিল্ড টেলিস্কোপিক স্টিয়ারিং, ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স, সেই সাথে যাত্রী সুরক্ষার ক্ষেত্রেই এগিয়ে এই নতুন গাড়ি। ‘টাটা পাঞ্চ’র (Tata Punch) মধ্যে রয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন যা মাইলেজ দেবে দুর্দান্ত। এখন দেখে নেওয়া যাক টাটার এই নতুন গাড়ির দাম, সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে গাড়ির দাম শুরু মাত্র ৬ লক্ষ টাকা থেকে এবং টপ ভ্যারিয়েন্টটির দাম ৯ লক্ষ টাকার কিছু বেশি।

Advertisements