এক চার্জেই চলবে ২০০ কিমি, TATA NANO বাজারে আনতে চলছে সবথেকে সস্তার ব্যাটারি চালিত গাড়ি

বিগত কয়েক দশক ধরে ভারতের শিল্পপতি মহলের অন্যতম বিশ্বাসযোগ্য নাম ‘টাটা’ (Tata)। গৃহস্থের ঘরের লবণ থেকে শুরু করে ইস্পাত, রেল লাইন, যানবাহন আরও অনেক কিছুই নির্মাণ করে এই সংস্থা। বর্তমানে ‘টাটা’ (Tata) নাম শুনলেই মানুষ চোখ বুজে ভরসা করতে পারে এই সংস্থাকে, কারণ তাঁর অটুট বন্ধন। যা সাধারণ মানুষের মনের অনেক কাছের। বর্তমানে এই সংস্থার বেশ কিছু সিডান ক্লাস এবং এসইউভি ক্লাস গাড়ি রয়েছে যা মধ্যবৃত্তের সাধ্যের মধ্যে।
তবে একটা সময় ন্যানো গাড়ি প্রস্তুত করার জন্য এ রাজ্যে ধাক্কা খেতে হয়েছিল ‘টাটা মোটরস’কে (Tata Motors)। পরে অবশ্য গুজরাটে ‘টাটা ন্যানো’ (Tata Nano) কারখানা হয়েছে, যা সাধারণ মানুষের অনেক কাছের।
বর্তমানে ভারতের প্রায় সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা জোর দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ওপর, কারণ বাড়ন্ত তেলের দাম এবং পরিবেশ দূষণ। শুধু গাড়ি নির্মাণকারী সংস্থা বললে একটু ভুল হবে, সেই তালিকায় রয়েছে ভারত সরকার। আগামী কিছু বছরের মধ্যে ভারতের সমস্ত যানবাহনকে বৈদ্যুতিক যানবাহনে রূপান্তর করার জন্য লক্ষ্য মাত্রা স্থির করেছে কেন্দ্রীয় সরকার। তাই আবার মধ্যবৃত্তের কথা মাথায় রেখেই আরও একবার ‘টাটা ন্যানো’কে (Tata Nano) পুরোপুরি অন্য ভাবে বাজারে নিয়ে আসতে চলেছে ‘টাটা মোটরস’ (Tata Motors)।
যদিও ২০১৮ সালের পরে আর তৈরি হয়নি এই গাড়ি, তবে সম্প্রতি শোনা যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই বাজারে আসতে চলেছে ব্যাটারি চালিত ‘টাটা ন্যানো’ (Tata Nano)। শুধু তাই নয়, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র একবার চার্জ দিলেই এই নতুন গাড়ি ছুটবে ২০০ কিলোমিটার। তবে এখনও পর্যন্ত দাম নিয়ে কিছু জানা যায়নি, তবে দাম যে মধ্যবৃত্তের সাধ্যের মধ্যেই থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না।