×
নিউজ

অবিশ্বাস্য! জঙ্গল ছেড়ে রাস্তায় সাতমাথা বিশিষ্ট সাপ! মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও

Advertisements
Advertisements

সাপ দেখলেই হাড়হিম করা অবস্থা হয়ে যায় সাধারণ মানুষের! ছোবল দিক আর না দিক; তার আগেই প্রাণপাত করে দেবার মত অবস্থা হয় মানুষের। সেখানে যদি হয় সাত মাথা বিশিষ্ট সাপ! তাহলে তো আর কিছু বলার নেই।

Advertisements

এরকমই এক ভিডিও সম্প্রতি ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে; যেখানে দেখা গেছে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছে একটি ‘গোখরো সাপ’, যার সাতটি মাথা। ভাবছেন কি করে হতে পারে এটি? সত্যি হ্যাঁ এমনটাই হয়েছে, কর্নাটকের ‘আরবিডু’  নামক এলাকায়। ওই এলাকায় দুপাশেই বেশ ঘন জঙ্গল আছে। যেখান থেকে মাঝে মাঝেই বিভিন্ন পশু এবং সাপ রাস্তায় বেরিয়ে চলে আসে, তবে এবার দেখা মিলল সাতটি মাথার একটি গোখরো সাপের! যা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষের। ছুটে এসে অনেকেই ভিডিও করে সেটিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে,  কেউবা আবার ছবি তুলে প্রিন্ট আউট বের করে; তা পুজো করছে কারণ এইরকম সাপ নাকি ‘শীষনাগ’।

পরে অবশ্য জানা যায়; এই ভিডিও নিছকই ফটোশপের (photoshop) মাধ্যমে বানানো। ওই জায়গাতে একটি সাধারণ গোখরো সাপ বেরিয়েছিল, যা ফটোশপের মাধ্যমে এডিট করে সাতটি মাথা তৈরি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার চক্করে ভাইরাল হওয়া যে কোন ভিডিওকেই আমরা খুব চট করে বিশ্বাস করে নিই! তবে এই ধরনের বহু ভিডিও বানিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে কিছু জন; তাই সবসময় পঞ্চ ইন্দ্রিয় কে খোলা রাখার দরকার।

Advertisements