অবিশ্বাস্য! মাত্র ৯৬ টাকায় পেয়ে যান বুলেট বাইক, অফার সীমিত সময়ের জন্য

‘বাইকের রাজা’ বলা হয় রয়েল এনফিল্ড বা বুলেটকে। অনেকেরই শখ থাকে বাড়িতে একটি রয়েল এনফিল্ড নিয়ে আসার জন্য কিন্তু বাজারে দামের কারণে অনেকেই পিছিয়ে আসে নিজের প্রিয় বাইকটি কেনা থেকে।
তবে সম্প্রতি রয়েল এনফিল্ড (Royal Enfield)-এর পক্ষ থেকে নিয়ে আসা হলো এক চমকপ্রদ অফার; যেখানে মাত্র 96 টাকার বিনিময়ে পাওয়া যাবে রয়েল এনফিল্ড বুলেট 350। এই বাইকের বর্তমানে আসল দাম হল ১,৬৩,৩৩৮ টাকা কিন্তু অন রোড কিনতে গেলে ২৫ হাজার টাকা বেশি দিয়ে দাম পরে তা দাঁড়াবে ১ লক্ষ ৮৮ হাজার।
অফারে এই বাইকটি কিনতে গেলে ৫১ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে এবং প্রতিদিন ৯৬ টাকার বিনিময় বাইকটি কিনে নেওয়া যাবে। ডাউন পেমেন্ট করার পরেই বাইকটির জন্য ব্যাংকে থেকে সর্বোচ্চ ১,৮৭,৮৪২ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে; যার জন্য বার্ষিক সুদ হবে ৯.৭ শতাংশ।
একবার দেখে নেওয়া যাক গাড়িটির কি কি ফিচার :
গাড়িটিতে প্রায় ৩৭ কিমি প্রতি লিটার মাইলেজ রয়েছে।
এছাড়া বাইকটিতে রয়েছে একটি চারটি স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে।
সামনের চাকায় ডিস্ক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে।