এক রিচার্জেই কেল্লাফতে! জিওর বার্ষিক প্ল্যানে পাওয়া যাবে দুর্দান্ত লাভ

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন বিভিন্ন টেলিকম সংস্থার মধ্যে ‘রিলায়েন্স জিও’ (Reliance Jio) হলো অন্যতম। বরাবরই আকর্ষণীয় রিচার্জ প্ল্যান এবং অফারের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে নেয় এই টেলিকম সংস্থা। এছাড়া যেসব গ্রাহকদের দীর্ঘমেয়াদি রিচার্জের দরকার পড়ে, তাদের জন্যও আকর্ষণীয় অফার রাখে এই সংস্থা। একবার রিচার্জেই সারা বছরে আর কোন চিন্তা থাকে না। তাহলে দেখে নেওয়া যাক এই আকর্ষণীয় রিচার্জ প্ল্যান গুলি কি কি
২৮৭৯ টাকা- এই এক বছরের রিচার্জ প্লানে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি করে ডেটা সাথে ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল। এছাড়া থাকছে জিও অ্যাপসের সাবস্ক্রিপশন।
২৫৪৫ টাকা- এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন অর্থাৎ ১১ মাস ৬ দিন। এই রিচার্জ প্লানে পাওয়া যাবে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, ১০০ টি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলিং। এছাড়া জিওর বিভিন্ন অ্যাপসের সাবস্ক্রিপশন।
যারা এক বছরের জন্য রিচার্জ করে থাকে, তাদের জন্য এই দুটি প্ল্যান একেবারেই অন্যতম। কম টাকায় অধিক সুবিধা পাওয়া যাবে এই দুটি বিশেষ প্ল্যানের মাধ্যমে।