সমুদ্রতীরে দেখা মিললো বাস্তবের মৎস্য কন্যার! ছবি দেখে অবাক নেটবাসী

আমাদের সকলের জীবনেই রূপকথা একটা আলাদা জায়গা নিয়ে রয়েছে। যদিও বড় হওয়ার পর, জীবনের রুক্ষ মাটিতে আঁছড়ে পড়ার সাথে সাথেই সেই রূপকথারা ঠিক যেন ডানা মেলে উড়ে যায় চোখের সামনে দিয়ে। তবে শিশু মন বারবারই খুঁজতে থাকে তাঁর অবচেতন মনের বিভিন্ন রূপকথার নায়ক-নায়িকা, দৈত্য-দানব, রাজা-রাণীদের!
ঠিক সেই রকমই একটা রূপকথা হল পরী কিংবা জলপরীদের নিয়ে। সাধারণত আমরা যখন ছোটো, তখন আমদের দাদু-ঠাকুমাদের কাছে এই সমস্ত রূপকথার গল্প শোনা। কিন্তু বড় হওয়ার পরে যেন কোথাও গিয়ে মনে হয়, জীবনটা যদি সত্যিই রূপকথার গল্পের মতো হতো তাহলে কত ভালোই না হতো!
তবে সেটা কোনদিনই সম্ভব নয়, তাই জলপরীও সেই স্বপ্নের সমুদ্রেই ভালো থাকে। তবে সম্প্রতি বাস্তবেই দেখা মিলেছে জলপরীর; যার নাম ‘এমা হার্পার’ (Emma Herper)। ‘ব্রিটেন’-র (Britain) বাসিন্দা ‘এমা’র (Emma) বয়স ৪১ বছর। ছোট থেকেই সাঁতার কাটতে পছন্দ করে সে, তাই জীবনে সাঁতারকেই পেশা হিসাবে বেঁছে নিয়েছে এমা। জানা গিয়েছে, সমুদ্রের তলায় প্রায় ৬৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারেন এমা। সেই সাথে কম করে ৪ মিনিট নিজের নিঃশ্বাস বন্ধ করেও রাখতে পারে সে। তাঁর নিজস্ব একটি ‘স্কুবা ডাইভিং’ (Scuba Diving) স্কুল রয়েছে, সেখানে সাধারণ মানুষদের সাঁতারে প্রশিক্ষণ দেন ‘এমা’ (Emma)। এছাড়াও তাঁর রয়েছে একটি বিশেষ পোশাক, দেখতে অনেকটা মাছের ল্যাজের মতোই; তাই অনেকেই সেই পোশাক পরিহিতা এমাকে দেখে রূপকথার জলপরী ভেবে ভুল করেন। আর সেই দৃশ্যই তুমুল ভাইরাল (viral) হয়েছে।