×
নিউজ

বিদেশ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হল রতন টাটাকে

Advertisements
Advertisements

ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য সংস্থা ‘টাটা’ (Tata) গোষ্ঠী। স্বাধীনতার আগে থেকেই তারা দেশের মানুষকে বিভিন্ন ভাবে সেবা দিয়ে আসছে। আর ঠিক সেই কারণে দেশবাসীর কাছে টাটা শুধু মাত্র এক সংস্থা নয় বরং ভরসার নামও বটে। ভারতের বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে রেল ইঞ্জিন সমস্ত কিছুই একটা সময় তৈরি করতো এই সংস্থা। জানা যায়, হাওড়া ব্রিজ তৈরি জন্য যে ইস্পাতের ব্যবহার হয়েছে তাও এসেছে টাটা গোষ্ঠীর থেকেই।

Advertisements

এর পাশাপাশি লবণ, গাড়ি আরও নানান ধরনের পণ্য এবং পরিষেবা ভারতের মানুষকে দিয়ে আসছে সংস্থ আর এই দশকে তাঁদের তৈরি এক বিস্ময় হল ‘টাটা ন্যানো’ (Tata Nano)। যা মানুষের কাছে সফল ভূমিকা পালন করেছে। মূলত দেশের অর্থনৈতিক অবস্থা এবং জনঘনত্ব দেখেই তৈরি করা হয়েছিল এই গাড়ি, আর দামের দিক থেকেও ছিল মানুষের খুব কাছের।

তবে টাটার সাথে যার নাম অতপ্রপ্ত ভাবে জড়িত তিনি হলেন ‘রতন টাটা’ (Ratan Tata)। ৮৫ বছর বয়সেও তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন। আর এবার তাঁর মাথায় উঠলো সেরার মুকুট। সম্প্রতি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ (Order Of Austra)lia সম্মান। যা তাঁকে দিতে পেরে খুশি সেই দেশের সরকারও।

মূলত দুই দেশের মধ্যে সুসম্পর্ক রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের কারণেই সে দেশের তরফ থেকে এই সম্মান তাঁকে দেওয়া হয়েছে। এটি মূলত এক সাম্মানিক পদ, তবে শুধু বাণিজ্যের দিক দিয়ে নয় পাশাপাশি নারী সুরক্ষা, পুষ্টি এই সমস্ত কাজে বিশেষ ভূমিকা রাখার ক্ষেত্রেও তাঁকে এই সাম্মানিক পদে ভূষিত করা হয়েছে।

Advertisements