পোস্ট অফিস নিয়ে এলো দুর্দান্ত স্কিম, ৮% হারে পাওয়া যাবে সুদ

অনেকেই টাকা জমানোর জন্য ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসকে ব্যবহার করে। এবার ব্যাংক এবং অন্যান্য মিউচুয়াল ফান্ডের মত পোস্ট অফিসে নিয়ে এলো কিছু দুর্দান্ত অফার। যেগুলি অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকিপূর্ণ নয়, অপরদিকে সুদও পাওয়া যাবে দুর্দান্ত হারে।
প্রবীণ ব্যক্তিদের জন্য রয়েছে সিনিয়র সিটিজেন স্কিম (senior citizen scheme); যেখানে প্রায় ৮% হারে সুদ পাওয়া যাবে। সর্বনিম্ন হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত রাখা যাবে। কমপক্ষে ৫ হাজার টাকা পর্যন্ত জমা রাখা যাবে।
পোস্ট অফিস সেভিংস স্কিম (post office savings schene) যেখানে সুদ পাওয়া যাবে ৭.১% হারে। এছাড়া কমপক্ষে ১৫০০ টাকা থেকে শুরু করে ৪.৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যাবে।
এছাড়া মেয়ের বাবা-মাদের রয়েছে জন্য রয়েছে বিশেষ সুবিধা পরীক্ষা। দশ বছরের বেশি মেয়ের জন্য খোলা যাবে সুকন্যা সমৃদ্ধি স্কিম (sukanya samriddhi)। এতে ৭.৬ হারে সুদ পাওয়া যাবে।
ন্যাশনাল সেভিং সার্টিফিকেট (National savings certificate) এই স্কিমের আওতায় যত খুশি টাকা জমা রাখতে পারে আমানতকারী। সুদ পাওয়া যাবে ৭.১ শতাংশ। এছাড়া গ্রাহকেরা নিজেদের সঞ্চিত অর্থ লোন হিসাবেও পেতে পারবে। লোন পাওয়ার জন্য NSC- এর শংসাপত্র গুলো এখানে দেওয়া যাবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident fund)-এই স্কিমের আওতায় সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত রাখা যাবে। এছাড়া ১২ বছরের জন্য এই স্কিমের আওতায় কমপক্ষে টাকা জমা রাখতে হবে এবং সুদের হার ৭.১ শতাংশ।