সুপার হট অবতারে পূজা ব্যানার্জি, অভিনেত্রীর ছবি দেখে ক্লিন বোল্ড নেটদুনিয়া

টলি পাড়ায় এক অন্যতম জনপ্রিয় তারকা ‘পূজা ব্যানার্জি’ (Puja Banerjee) । টলিউডের পাশাপশি বলিউডেও বিভিন্ন সময়ে তার অভিনয় দক্ষতার ছাপ ফেলে গেছেন তিনি। বর্তমানে অবশ্য অভিনয় জীবন থেকে বেশ কিছুটা দূরে থাকেন অভিনেত্রী। করোনাকালীন পরিস্থিতে কুণাল বর্মার (Kunal Barma) সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রীই। এরপর পরিস্থিতি ঠিক হতে আবারও ছেলেকে নিয়ে ধুমধাম করে বিয়ে করেন তারা।
View this post on Instagram
বাংলায় চ্যালেঞ্জ টু, লাভেরিয়া এরকম একাধিক সিনেমাতে দেব, সোহম ও মিঠুন পুত্রের সাথে জুটি বেঁধেছিলেন তিনি। এছাড়া হিন্দি ধারাভিক ‘দেব কি দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রের ছিলেন তিনি। ‘পাপ’ ওয়েবসিরিজের মাধ্যমে একাধিক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
এসবের পাশাপাশি সোশাল মিডিয়া পাতাতেও বেশ অ্যাক্টিভ তিনি। প্রায়শই নিত্য নতুন সাজে অনুরাগীদের কাছে ধরা দেন তিনি। ছেলেকে সামলানোর পাশাপশি, পূজার বোল্ড অবতারে ধরা দেওয়া নানান মুহুর্ত ঝড় তোলে নেট মাধ্যমে।
View this post on Instagram
সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেছে সমুদ্র সৈকতে একেবারে হট অবতারে ধরা দিতে। পূজার অপরূপ সৌন্দর্য ও লাস্যময়ী ফিগারে যে সবাই ঘায়েল, তা বলার অপেক্ষা রাখেনা। তাকে দেখা গেছে সমুদ্রের উপর বালিতে কখনো দাঁড়িয়ে, কখনো বা বসে বিভিন্ন পোজে নিজেকে তুলে ধরেছেন। তার পরনে ছিলো কালো রংয়ের ব্র্যালেট এবং মাল্টিকালারের বিকিনি। এর সাথে অভিনেত্রী ক্যাপশন জুড়েছে ‘মিসিং দ্য সি’ । স্বাভাবিক ভাবেই ভাইরাল(viral) হয়ে উঠেছে তার হট লুকের ছবিগুলি।