×
নিউজ

উচ্চতা মাত্র ৩ ফুট! শারীরিক অক্ষমতাকে হারিয়ে ‘NET’ পরীক্ষায় ৯৯% নম্বর নিয়ে উত্তীর্ণ হলেন যুবতী

Advertisements
Advertisements

মানব জীবন মানেই সংগ্রাম! প্রত্যেকে জীবনেই কিছু না কিছু কাহিনী থাকে, অনেকেই অনেক প্রতিবন্ধকতার পথ পেরিয়ে উচ্চতার চরম শিখরে পৌঁছায়। ঠিক সেরকমই এক কাহিনী রয়েছে নদীয়ার পিয়াসা মহলদারের (Piyasa Mahaldar); তার গল্প যেন কোন রূপকথার কাহিনীকেও হার মানায়।

পিয়াসা অত্যন্ত মেধাবী এক ছাত্রী। আমড়াতলা গার্লস প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিল সে। এরপর রাধারানী নারীশিক্ষা থেকে উচ্চ মাধ্যমিকও পাস করে। শান্তিপুর কলেজ থেকে স্নাতক করেছেন তিনি, এরপরে কৃষ্ণনগর গভমেন্ট কলেজ থেকে এমএ। তবে এত কিছুর পরেও তার জীবন যেন আর পাঁচটা মেয়ের মতন নয়! তার উচ্চতা মাত্র ৩ ফুট কিন্তু বয়স ২৫। অন্যান্যদের মতন স্বাভাবিকভাবে বসতে, হাঁটাচলা করতে, ভারী জিনিস তুলতে পারে না সে। তবে তার মেধা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

বিছানায় শুয়ে শুয়ে লেখাপড়া করেছে পিয়াসা এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) পাশ করেছে। শারীরিকভাবে অক্ষম হলেও, পিয়াসার মনোবল খুবই বেশি। প্রায় ৯৯.৩১ শতাংশ নম্বর নিয়ে নেট পাশ করা পিয়াসা। এবার পিএইচডি করতে পারবেন এবং যেকোনো কলেজের শিক্ষিকা হিসেবে যোগদান করতে পারবেন।

Advertisements
Advertisements