×
নিউজ

হুগলি স্টেশনে ছুটে বেড়াচ্ছে মেরু ভাল্লুক এবং পেঙ্গুইন! ঝড়ের গতিতে ভাইরাল ছবি

Advertisements
Advertisements

বঙ্গ জুড়ে শুরু হয়েছে শীতের মরসুম! বিগত দু-তিন দিনের ঠান্ডায় আরো নাজেহাল হয়ে গেছে বঙ্গবাসী।তিলোত্তমায় শীত যেন আরো বেশি জাঁকিয়ে বসেছে। সোশ্যাল মিডিয়াস ভাইরাল (viral) হয়েছে ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজের বরফ পড়ার নানান দৃশ্য।

যদিও এগুলো এডিটিং-এর কারসাজি, তবুও এই মুহূর্তগুলো বেশ বিনোদনের যোগান দিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভারতের মতো নাতিশীতোষ্ণ দেশে এইরূপ বরফের দৃশ্য দেখতে পাওয়া, সত্যিই অবাক জনক! যদিও পাহাড়ি এলাকায় এখনো পর্যন্ত বরফ পড়ার দৃশ্য দেখা যায় কিন্তু কলকাতার বুকে সেটা কখনোই সম্ভব না। এবার কলকাতার পরে হুগলিতে দেখা গেল এমন দৃশ্য ,যেখানে হুগলি স্টেশনের বুকে রীতিমত বসে রয়েছে, মেরু ভাল্লুক থেকে শুরু করে পেঙ্গুইন।

Advertisements

কখনো দেখা গেছে বরফ পড়া স্টেশনের ওপরে বসে রয়েছে মরু ভাল্লুক, কখনো বা তারা দৌড়াদৌড়ি করছে । সাথে রয়েছে পেঙ্গুইনের দল। কোথাও দেখা গেছে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেটি বরফে ভর্তি হয়ে গেছে সেই গাড়ির উপর থেকে লাফ দিচ্ছে পেঙ্গুইন। স্বাভাবিকভাবেই এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে নেটিজেনরা।

কি করে হুগলিতে বরফ পড়তে পারে, সেই প্রশ্ন এখনো সকলের মনে!তবে আদতে এগুলি সত্যি নয়, টেকনলজি উন্নয়নে অসম্ভব তো কিছুই থাকে না। সবকিছুই এডিটিং-এর দ্বারা সম্ভব হয়েছে। হুগলিতেও বরফ পরছে এই এডিটিং এর মাধ্যমে। ফেসবুকে ‘LA Kolkata tales’ নামের একটি পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল, যেটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

Advertisements